• আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬
  • " />

     

    যে কারণে মাশরাফিদের চোখ রাঙাচ্ছে ডাচরা

    যে কারণে মাশরাফিদের চোখ রাঙাচ্ছে ডাচরা    

     

    গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে কমলার উৎসবটা মনে আছে নিশ্চয়ই? মাত্র ১৩৩ রানের পুঁজি নিয়ে নেদারল্যান্ড হারিয়ে দিয়েছিল মরগ্যান-বাটলারদের ইংল্যান্ডকে। এরও আগে বাছাইপর্বের লড়াইয়ে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে রীতিমতো রূপকথার এক জয়। নির্ধারিত কুড়ি ওভার শেষে আইরিশদের স্কোরবোর্ডে যখন ১৮৯ রান, কে-ইবা ভেবেছিল পিটার বোরেন, কুপার ব্রাদাররা ওই পাহাড় টপকেই নিশ্চিত করে ফেলবেন মূলপর্বের টিকিট?

     

    পেরেছিলেন বলেই কিনা আজ থেকে শুরু হওয়া এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও তাঁদেরকে হিসেবের বাইরে রাখার কোনো সুযোগ নেই। সদ্যই এশিয়া কাপের ফাইনাল খেলে যাওয়া বাংলাদেশও কাল ডাচদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে পুরোপুরি স্বস্তিতে নেই।

     

    আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে নেদারল্যান্ডের টি-টোয়েন্টি জয় এখনও পর্যন্ত সাকুল্যে তিনটি। এর দুটোই আবার ইংল্যান্ডের বিপক্ষে, দুই বিশ্বকাপে। মাঝের একমাত্র জয়টায় তাঁদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ২০১২ সালে তাঁদের মাঠে ২ ম্যাচের একটি সিরিজ ড্র করেন মুশফিকুর রহিমরা। প্রথমটিতে ৮ উইকেটের সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচটি ডাচরা জিতে নেয় শেষ বলের রোমাঞ্চে, ১ উইকেটে।  বাংলাদেশের মাটিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের সঙ্গে তো অবিশ্বাস্য একটা কীর্তি করেছিল ডাচরা। আইরিশদের বিপক্ষে ১৯০ রান তাড়া করে জিতে গিয়েছিল মাত্র ১৪ ওভারেই। ওই দলের প্রায় সবাই আছেন এবারও।

     

    বাংলাদেশ ও গত বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো নেদারল্যান্ড দলটার সিংহভাগ সদস্যই আছেন বর্তমান স্কোয়াডেও। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হার দেখতে হলেও আন্তর্জাতিক টি-টোয়ন্টির রেকর্ড বলছে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিই জিতেছে ডাচরা। আর আগামীকালের ম্যাচের আগে বাংলাদেশকে ‘স্পষ্টতই ফেভারিট’ মেনে ডাচ অধিনায়ক পিটার বোরেন বলছেন, তাঁরা কোনো ধরণের চাপ অনুভব করছেন না। তবে অভিজ্ঞ অলরাউন্ডার টম কুপার দলে যোগ দেওয়ায় একটু বেশি স্বস্তি পেতে পারে নেদারল্যান্ড। অস্ট্রেলিয়ায় ঘরোয়া ক্রিকেট খেলার জন্য এই বিশ্বকাপেই খেলার কথা ছিল না কুপারের। শেষ মুহূর্তে তাঁকে দলে পাওয়াটা তাই টনিকের কাজই করবে ডাচদের জন্য।

     

    বিপরীতে টুর্নামেন্টের মাত্র একদিন আগে ভেন্যুতে পৌঁছানো, পুরো বাছাইপর্বেই মুস্তাফিজকে না পাওয়ার শংকা এসব উপেক্ষা করেই এশিয়া কাপের সাফল্য থেকে আত্মবিশ্বাস খুঁজতে চাইছেন মাশরাফি। ওই আত্মবিশ্বাসটুকু পুঁজি করে মাঠের খেলায় নেদারল্যান্ডকে চাপটা ফিরিয়ে দেয়া যাবে তো?