• আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬
  • " />

     

    মরুর তামিম এবার হিমালয়ে

    মরুর তামিম এবার হিমালয়ে    

    সেই ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৮৮ রান করেছিলেন। এর পর টি-টোয়েন্টিতে তামিম ইকবালের কাছে ফিফটি হয়ে ছিল সোনার হরিণ। বাংলাদেশের হয়েও ছোট ক্রিকেটে সেটিই হয়েছিল সর্বোচ্চ ইনিংস। অবশেষে আবার সেই ফিফটির দেখা পেলেন তামিম ইকবাল। শেষ পর্যন্ত ৫৮ বলে করেছেন ৮৩ রান, টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এর চেয়ে বড় ইনিংস আর দুইটি। একটি তো তামিমেরই, অন্যটি সাকিব আল হাসানের। তামিমের ইনিংসে ভর করে বাংলাদেশ শেষ পর্যন্ত হল্যান্ডের সঙ্গে করতে পেরেছে ১৫৩।

     

    পিএসএলে পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। ৬ ম্যাচে ৬৬.৭৫ গড়ে করেছেন ২৬৭ রান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য এর পর ফিরে এসেছিলেন। এশিয়া কাপেও খেলার কথা ছিল না তাঁর, পড়ে মুস্তাফিজের চোটে পাকেচক্রে সুযোগ পেয়ে যান। কিন্তু পিএসএলের ফর্মটা সেখানে টেনে নিয়ে যেতে পারেননি। পাকিস্তান ও ভারতের সঙ্গে দুই ম্যাচে আউট হয়ে গেছেন ৭ ও ১৩ রান করেই।

     

    ধর্মশালায় সেই পিএসএলের তামিমকেই দেখা যেন। শুরু থেকে একটু সাবধানী ছিলেন, ধর্মশালার মন্থর উইকেটের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সময় যত গড়িয়েছে, তামিমের ব্যাট হয়ে উঠেছে খাপখোলা তলোয়ারের মতো। প্রথম ১৯ বলে করেছেন ২০ রান। ফিফটি পূরণ করেছেন ৩৭ বলে।  শেষ ওভারে স্ট্রাইক পেলে হয়তো আরও বড় হতে পারত ইনিংসটা।