• আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬
  • " />

     

    নিরাপত্তার 'লিখিত' নিশ্চয়তা চায় পাকিস্তান

    নিরাপত্তার 'লিখিত' নিশ্চয়তা চায় পাকিস্তান    

    ভারত সরকারের তরফে নিরাপত্তার ‘পূর্ণ নিশ্চয়তা’ না পাওয়া পর্যন্ত ভারত যাবে না পাকিস্তান- এমনটা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। নিরাপত্তা ইস্যুতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ভারত-পাকিস্তান ম্যাচটি পূর্ব নির্ধারিত ভেন্যু ধর্মশালা থেকে সরিয়ে কলকাতার ইডেন গার্ডেনে নিয়ে আসা হয়েছে। তবে ভেন্যু পরিবর্তনকে স্বাগত জানালেও ‘এটুকুই যথেষ্ট নয়’ বলে মন্তব্য করেছেন মি. নিসার আলী।

     

    নিরাপত্তা হুমকির মধ্যে কীভাবে খেলা হবে সে প্রশ্নই তুলছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, “পাকিস্তান খেলবে এমন যে কোনো ম্যাচেই বিঘ্ন ঘটানোর হুমকি দিয়েছে ভারতীয় কিছু সংগঠন। এ অবস্থায় আমরা কীভাবে খেলবো? আর এই হুমকি সুনির্দিষ্টভাবে পাকিস্তানের জন্যই। এই অবস্থায় আমরা তাই আমাদের খেলোয়াড়দেরকে সেখানে যাওয়ার অনুমতি দিতে পারি না। লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আমরা সেটা দেবোও না।”

     

    ভেন্যু পরিবর্তনই এ সমস্যা সমাধানে যথেষ্ট হতে পারে না বলে দাবী করছেন মন্ত্রী, “হুমকির মধ্যে ক্রিকেট খেলা যায়? ইডেন গার্ডেনে দর্শক ধারণ ক্ষমতা এক লাখ। কোনো দিক থেকে যদি পাথরও ছুঁড়ে মারা হয় মাঠে, দায় কে নেবে? আমরা তাই একটি নিরপেক্ষ ভেন্যুর দাবী করছি।”

     

    এর আগে গতকাল বুধবার পিসিবি সভাপতি শাহরিয়ার খান ভেন্যু পরিবর্তনে আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে নিরাপত্তার ব্যাপারে ভারত সরকারের লিখিত প্রতিশ্রুতি ছাড়া পাকিস্তান ক্রিকেট দলকে দেশত্যাগের অনুমতি দেয়া হবে না বলেও জানিয়ে দেন তিনি।

     

    এদিকে আইসিসির তরফে বলা হচ্ছে, পাকিস্তানের উদ্বেগ আমলে নিয়ে ভেন্যু পরিবর্তনের পর বল এখন পাকিস্তানের কোর্টে, “সম্ভব সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাই নেয়া হয়েছে। এরপরও যদি তাঁরা না আসেন তাহলে সেটা অন্যায় হবে। আর সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”