এবার ইডেনের পিচ খোঁড়ার হুমকি
ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তানের নিরাপত্তার শঙ্কা সেই বিশ্বকাপের আগে থেকেই। নিরাপত্তার কারণেই তো ভেন্যু বদলানো হলো পাক-ভারত ম্যাচের। হাই ভোল্টেজ ম্যাচটি তাই ধর্মশালার বদলে আয়োজিত হবে কলকাতায়। তবে ইডেন গার্ডেনেও বুঝি ম্যাচ পন্ড হতে যাচ্ছে এবার। এন্টি টেরোরিস্ট ফ্রন্ট অফ ইন্ডিয়া (এটিএফআই) নামক এক সংগঠনের হুমকি, দরকার পড়লে ইডেনের পিচ খুঁড়ে দিবো তবু পাকিস্তানকে এদেশের মাটিতে খেলতে দেব না!
মুম্বাই, পাঠানকোট এবং সম্প্রতি পাম্পোর হামলার সাথে পাকিস্তানের জড়িত থাকার কথা ফাঁস হওয়ার পর থেকেই ভারতের মাটিতে পাকিস্তান দলের খেলা নিয়ে কঠোর বিরোধিতা করে আসছে এটিএফআই। সংগঠনটির জাতীয় সভাপতি ভিরেশ সান্দিলইয়া তো সাফ জানিয়ে দিলেন, “এদেশের মাটিতে পাকিস্তানকে খেলতে দিলে এসব হামলায় শহীদ হওয়া সাহসী সৈন্যদের অপমান করা হবে। আমরা কোন শর্তেই এই ম্যাচ হতে দিবো না। দরকার হলে আমরা ইডেনের পিচ খুঁড়ে দিবো। সেই সাথে সর্বাত্মকভাবে প্রতিবাদ করা হবে।”
পাকিস্তানের খেলার বিরুদ্ধে তাঁদের আন্দোলন সম্পর্কে ভিরেশ আরো জানান, “আন্দোলন আর সুদৃঢ় করতে এটিএফআই প্রয়োজনীয় কার্যকলাপ নির্ধারনের জন্য মিটিং করছে। শহীদদের বিধবাদের চোখের জল কিভাবে ভুলে যেতে পারলো ভারতীয় ক্রিকেট বোর্ড ? আমরা এয়ারপোর্ট সহ পুরো কলকাতাতেই প্রতিরোধ গড়ে তুলবো।”
শুধু ইডেন গার্ডেন নয়, ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামের পিচও খুঁড়ে দেয়ার হুমকি দিয়েছে এন্টি টেরোরিস্ট ফ্রন্ট অফ ইন্ডিয়া।