কথা রাখলেন তামিম!
একটা সেঞ্চুরির জন্য টি-টোয়েন্টিতে কত তৃষিত অপেক্ষা বাংলাদেশের! অবশেষে ৫৮ ম্যাচ অপেক্ষার পর এলো সেই তিন অঙ্কের মাইলফলক। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেলেন তামিম ইকবাল। এতোদিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস ছিল তাঁর, সেটিকেও ছাড়িয়ে গেলেন আজ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ১৯তম সেঞ্চুরি। আর বাংলাদেশের পক্ষে টেস্ট, ওয়ানডের পর এখন টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ রানের ইনিংস তামিমের।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তামিমেরই ছিল। আজ ওমানের সঙ্গে ছুঁয়ে ফেললেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক। কে জানত, এই ম্যাচেই চার ম্যাচের পর আবার তিন অঙ্কের দেখা পেয়ে যাবেন তামিম! ম্যাচটা যেভাবে শুরু হয়েছিল, নিজেও হয়তো ভাবেননি।
শুরু থেকেই ওমানের বোলাররা চেপে ধরেছিল তামিম-সৌম্যকে। প্রথম ছয় ওভারে বাংলাদেশের রান ছিল মাত্র ২৯। তামিম শুরু থেকেই একটু সাবধানে খেলছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে একটু একটু করে হাত খুলতে শুরু করেন। ফিফটি পূর্ণ করতে খেলেন ৩৫ বল, পরের ফিফটির জন্য খেলেছেন মাত্র ২৫ বল। এর মধ্যে চার ছিল ১০টি, আর ছয় ছিল চারটি।
সেঞ্চুরি পূর্ণ করার পর অমন ভঙ্গি করেছিলেন কেন? ওই ইনিংসের পর জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগেই কোচ হাথুরুসিংহেকে কথা দিয়েছিলেন, এবার অন্তত একটা সেঞ্চুরি এনে দেবেন। তামিম নিজের কথাটা এর চেয়ে ভালোভাবে আর রাখতে পারতেন না!