• আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬
  • " />

     

    কোনো কিছুই অসম্ভব মনে করছেন না মাশরাফি-তামিম

    কোনো কিছুই অসম্ভব মনে করছেন না মাশরাফি-তামিম    

    মিশন ধর্মশালা শেষ, এবার গন্তব্য ইডেন গার্ডেন। বাংলাদেশের আসল পরীক্ষা শুরু হবে আগামী পরশু, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সামনে পাকিস্তান। কিন্তু “ছোট” বিশ্বকাপে আগের সব দুঃস্মৃতি কি বাংলাদেশ ভুলিয়ে দিতে পারবে? মাশরাফি-তামিমরা সরাসরি কিছু বলেননি, তবে তাঁদের কথাতেই অনুচ্চারে পাওয়া গেল বড় কিছুর আশা।

    প্রথম পর্বে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাতে চূড়ান্ত পর্বে বড় কিছুর আশা করতেই হবে। তবে সেই কাজটা সহজ হবে না, গ্রুপে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পাচ্ছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। আগামী পরশু প্রথম পরীক্ষায় সামনে পাকিস্তান। তাদের কোচ ওয়াকার ইউনুস এর মধ্যে বাংলাদেশ নিয়ে তাদের উদ্বেগটা জানিয়ে গেছেন। আপাতত ওই ম্যাচকেই পাখির চোখ করছেন মাশরাফি, “এখন আমরা ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই। সব ম্যাচ নিয়ে আমরা ভাবছি না। আর ধর্মশালার উইকেটের চেয়ে ইডেন গার্ডেন বা বেঙ্গালুরুর উইকেট আদালা। এখানে আমাদের কখনো খেলা হয়নি। কাজটা সহজ হবে না।”

    কিন্তু এখন বাংলাদেশের যে ফর্ম, তাতে বড় কিছুর আশা কি করতে পারে না ? মাশরাফি সরাসরি কিছু বললেন না, তবে সন্তর্পনে জানিয়ে দিলেন, “টি-টোয়েন্টিতে অসম্ভব বলে কিছু নেই। আমরা চূড়ান্ত পর্বে নিজেদের সেরাটা ঢেলে দেব, আপাতত এটাই আমাদের লক্ষ্য। আমি খুবই আত্মবিশ্বাসী, আমাদের এখন অন্য কিছু নিয়ে না ভাবলেও চলবে। এটা নিশ্চিত করে বলতে পারি, প্রথম ম্যাচ জিতলে আমাদের আত্মবিশ্বাস অন্য জায়গায় চলে যাবে।”

    তামিমের কথায়ও সেটিরই প্রতিধ্বনি। আপাতত খুব বেশিদূর না ভাবলেও নিজেদের সামর্থ্যের ব্যাপারে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানের আত্মবিশ্বাস বোঝাই গেল, “দেখুন, টি-টোয়েন্টিতে যে কোনো কিছুই হতে পারে। আর প্রথম ম্যাচটা ভালো খেললে পরে আরও অনেক কিছুই হতে পারে। আপাতত আমরা টা নিয়েই ভাবছি।”

    ১৬ মার্চের পর বাংলাদেশের পরের খেলা ২১ মার্চ, বেঙ্গালুরুতে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দুই দিন পর ভারতের সঙ্গে ম্যাচ ওখানেই। এর পর আবার ফিরতে হবে ইডেন গার্ডেনে, ২৬ মার্চ প্রতিপক্ষ নিউজিল্যান্ড।