পাকিস্তানি ধারাভাষ্যকারের অদ্ভুত সমস্যা
ভালো বিপদেই পড়েছেন মোহাম্মদ ইদ্রিস। পাকিস্তানের এই রেডিও ধারাভাষ্যকার ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার অনুমতি পেয়েছেন। অথচ যেখানে যে দুইটি শহরের ভিসা পেয়েছেন, সেখানে পাকিস্তানের কোনো ম্যাচই নেই।
বিশ্বকাপে গ্রুপ পর্বে পাকিস্তানের ম্যাচগুলো হবে কলকাতা ও মোহালিতে। কিন্তু ইদ্রিস ভিসা পেয়েছেন শুধু দিল্লি ও মুম্বাইয়ের। অথচ এই দুইটি শহরে গ্রুপ পর্বে পাকিস্তানের কোনো ম্যাচই নেই। এখন শেষ পর্যন্ত ভারতে যাবেন কি না, সেটা নিয়েই পড়েছেন মুশকিলে। এর মধ্যেই ভারতীয় হাই কমিশনে বেশ কয়েক বার ভিসা বদলানোর জন্য আবেদন করেছেন, কিন্তু এখনো ইতিবাচক কোনো সাড়া পাননি।
বিশ্বকাপে পাকিস্তানের ভারতের সঙ্গে ম্যাচটা হওয়ার কথা ছিল ধর্মশালায়। সেখান থেকে ম্যাচটা এখন চলে এসেছে কলকাতায়। তার আগে পরশু প্রথম ম্যাচে অবশ্য বাংলাদেশের মুখোমুখি হবে। এর পর ২২ ও ২৫ মার্চ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ দুইটি হবে মোহালিতে।