আফ্রিদিদের ধিক্কার দিলেন মিয়াঁদাদ
অনিশ্চয়তার মেঘ সরিয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে পাকিস্তান দল। গতকাল কলকাতা বিমান বন্দরে নেমেই ভারতীয়দের জন্যে প্রশংসার ফুলঝুরি ছুটলো আফ্রিদি-মালিকদের মুখে। পাকিস্তান অধিনায়ক আফ্রিদি বললেন, “পাকিস্তানের চেয়ে ভারতের সমর্থকরাই বেশি ভালবাসে পাকিস্তান ক্রিকেট দলকে।” এতদিন যাদের কারণে বিশ্বকাপ খেলাই অনিশ্চিত ছিল, তাদের গুণকীর্তনটা ঠিক পছন্দ হয় নি পাকিস্তান কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের। তাছাড়া পাকিস্তান অধিনায়ককে লাহোরের আদালত কারণ দর্শানোর জন্য বলেছে বলেও জানাচ্ছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম।
দুই-তিন আগেও পাকিস্তানের টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ছিল প্রবল শঙ্কা। ক’দিন আগেও পাকিস্তানকে আসতে না দেয়ার জন্য আন্দোলন চালিয়েছে ভারতের কয়েকটি উগ্রপন্থী সংগঠন। এমনকি ইডেন ও ধর্মশালার পিচ খুঁড়ে ফেলার হুমকিও দিয়েছিল তাঁরা। তবু তাঁদের গুণকীর্তন গেয়ে গেলেন আফ্রিদি-মালিকরা। আর তাতেই বেশ চটেছেন মিয়াঁদাদ, “এমন কিছু বলার জন্যে তাঁদের নিজেদের প্রতি লজ্জা পাওয়া উচিত। ধিক্কার জানাই তাঁদের! তাঁদের কাজ ভারতে গিয়ে ভালো খেলা, এরকম আজেবাজে মন্তব্য করা নয়।”
সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার মনে করেন খেলোয়াড়রা ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে গিয়েছে, তার মানে এই নয় যে তাঁদেরকে স্বাগতিকদের তোষামোদি করতে হবে, “ভারতীয়রা আমাদের কি দিয়েছে? ওই দেশে অবস্থান করলেও সত্যটা বলো। গত পাঁচ বছর তাঁরা আমাদের ক্রিকেটের সাথে যা করেছে সেটা বলা দরকার। পাকিস্তান ক্রিকেটের জন্য এতো বছর খেটে যাওয়ার পর আমাদের খেলোয়াড়দের মুখে এরকম বক্তব্য শুনে আমি সত্যিই মর্মাহত।”
এদিকে আফ্রিদি ও মালিকের বক্তব্য শুনে অবাক হওয়ার কথা জানালেন পাকিস্তানের সাবেক টেস্ট ওপেনার ও কোচ মহসিন খান। সাবেক এই ক্রিকেটারের মতে, “তাঁরা দলের সিনিয়র খেলোয়াড়। তাই কথা বলার সময় তাঁদের আরো সতর্ক হওয়া উচিত, বিশেষ করে যখন ভারতে সফর করছে।”