আরও ওপরে আল আমিন...
লাফটা দিয়েছিলেন এশিয়া কাপের পরেই। এবার আরও উঁচুতে উঠে এলেন আল আমিন। টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ছয়ে উঠে এসেছেন বাংলাদেশের এই পেসার। টপকে গেছেন আটে উঠে আসা সাকিব আল হাসানকেও।
অথচ এক বছর আগেও কে ভেবেছিল, আল আমিন এই উঁচুতে উঠে আসবেন? বিশ্বকাপ থেকে ফেরার পর অনেকদিন দলে ব্রাত্য ছিলেন। গত বছর জিম্বাবুয়ের সঙ্গে যখন সুযোগ পান, তখন র্যাঙ্কিংয়ের ৫৭-তে পড়ে ছিলেন। সেখান থেকে একটু একটু করে নিজেকে নিয়ে গেছেন উঁচুতে। জিম্বাবুয়ের সিরিজেই ঘুরে দাঁড়ানোর শুরু, সেটির পূর্ণতা দিয়েছেন এশিয়া কাপে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা- গ্রুপ পর্বের তিন ম্যাচেই নিয়েছেন তিন উইকেট করে। সঙ্গে আরব আমিরাতের সঙ্গে একটি মিলে মোট উইকেট দশটি- বোলারদের মধ্যে সবার ওপরে ছিলেন আল আমিনই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শেষে সেই আল আমিন এবার উঠে এসেছে দশের মধ্যে। নেদারল্যান্ডসের সঙ্গে প্রথম ম্যাচে ২৪ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে বল করারই সুযোগ পাননি, শেষ ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। ওমানের সঙ্গে ১০ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। এবার নয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ছয়ে। আর সেঞ্চুরির পর যেমন দিয়েছিলেন, এবার র্যাঙ্কিংয়েও ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তামিম ইকবাল। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের আগে ছিলেন ৫৪-তে। তিন ম্যাচে ২৩৩ রান করে ২১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩-এ।