নারাইন-স্বস্তিতেও সমবেদনা মরগানের
প্রথম ম্যাচ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে সবসময়ই বিপজ্জনক-তার পরও কাল একটা স্বস্তি নিয়েই মাঠে নামবেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের মূল ভরসা সুনীল নারানই যে থাকছেন না! তবে সে জন্য সমবেদনাই ঝরল মরগানের কন্ঠে।
এই বিশ্বকাপে থাকার কথা ছিল নারাইনের। কিন্তু গত মাসে হঠাৎ করেই দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই অফ স্পিনার। গত বছর সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হওয়ার পর অনেক দিন থেকেই সেটি নিয়ে কাজ করছিলেন। কিন্তু গত মাসে জানিয়ে দেন, অ্যাকশন শুধরে ঠিকঠাক করতে আরও সময় লাগবে। সেজন্য ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপে পাচ্ছে না এই বোলারকে।
এই নারাইনের সঙ্গেই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন মরগান। এক সময়ের সতীর্থের দুঃখটা ছুঁয়ে গেল ইংলিশ অধিনায়ককে, “আমার মনে হয় এটা খুবই স্পর্শকাতর একটা বিষয়। আমি সুনীলকে চিনি। সে যেটার ভেতর দিয়ে যাচ্ছে এটা ভালো কিছু নয়। আমি চাই না এটা অন্য কারও হোক।” কিন্তু নারাইনের বোলিং অ্যাকশনে কি আসলেই সমস্যা আছে ? অনেক দিন থেকেই তো মরগান তাঁকে দেখে আসছেন। মরগান সরাসরি অবশ্য কিছু বললেন না, “১৫-১৬ বছর থেকে যেরকম বল করে আসছে, এবারও সে সেরকমই করছে। এর পর ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এরকম কিছু আসলেই দুর্ভাগ্যজনক। কিন্তু আইসিসির কিছু নিয়ম আছে, আপনি তো আর সেটার বাইরে যেতে পারবেন না।”
গত নভেম্বরের পর থেকেই আর মাঠে নামতে পারেননি নারাইন। কিন্তু টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এখনও অনেকটা এগিয়ে সবার ওপরেই আছেন।