ইতিহাস মনে রাখছেন না মাশরাফি
সাম্প্রতিক পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশেরই পক্ষে। সীমিত ওভারের গত পাঁচ মুখোমুখিতে জিতেছে বাংলাদেশ। সর্বশেষ এশিয়া কাপ টি-২০ তেও আফ্রিদির দলকে হারিয়েছে ম্যাশের দল। তবু মাটিতেই পা রাখছেন বাংলাদেশের অধিনায়ক। নিজেদের থেকে পাকিস্তানকেই বেশি ফেভারিট মানছেন মাশরাফি বিন মর্তুজা। হয়ত বাড়তি চাপকে উপেক্ষা করতেই এমনটা বলছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ৯ টি-২০ তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এর মধ্যে ৭টিতে পাকিস্তান জিতলেও সর্বশেষ দুই ম্যাচেই বিজয় নিশান উড়েছে বাংলাদেশের। গত বছর বিশ্বকাপ শেষেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতেছিল ম্যাশবাহিনী। ‘৯৯ বিশ্বকাপের পর সেবারই প্রথম কোন ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল লাল-সবুজরা। তাই সময়টা বেশ ভালো গেলেও একটু সাবধানী হয়ে থাকছেন বাংলাদেশ অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে মাশরাফি এক সাক্ষাৎকারে বলেন, “আমার মনে হয় আমাদের চেয়ে পাকিস্তানের অভিজ্ঞতা অনেক বেশি। তবে গত দুই মাসে প্রমাণ করছি যে আমরা এই ফরম্যাটেও ভালো দল। আমাদের অনুশীলনটা ভালো হয়েছে। তাছাড়া এশিয়া কাপটাও দারুণ ছিল। গত কয়েকটি ম্যাচে আমাদের পরিকল্পনা ভালো ছিল। তবে ইতিহাসের দিকে তাকালে পাকিস্তানকেই এগিয়ে রাখতে হবে।”
২৫ বছর পর ইডেন গার্ডেনে খেলতে নামছে বাংলাদেশ। ফলে ইডেনের পিচ নিয়ে তেমন কোন ধারনাই নেই টাইগারদের। তবে অতীতকাল থেকেই ব্যাটিং সুলভ উইকেট হিসেবে পরিচিত কলকাতার স্টেডিয়ামটি। আর তাই মাশরাফির বিশ্বাস তামিম-সাব্বিররা আরো একবার ব্যাট হাতে জ্বলে উঠতে পারবেন পাকিস্তানের বিপক্ষে, “তামিম খুবই ভালো ফর্মে আছে। তাছাড়া বাকিরাও ভালো করতে মুখিয়ে আছে যেহেতু এটা টি-২০ ফরম্যাট। এখানের উইকেটগুলো বাংলাদেশের চেয়ে ভিন্ন। এখানের পিচ একটু বেশিই ফ্ল্যাট। তাই তামিম-সাব্বিররা আক্রমণাত্মক খেলতে পারবে।”
ব্যাট হাতে তামিম-সাব্বির-রিয়াদরা আলো ছড়ালেও মিডল অর্ডারে সাকিব-মুশফিক এখনো হারিয়ে খুঁজছেন নিজেদের। বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস খুব দ্রুতই ফর্মে ফিরবেন তাঁরা, “চাইবো যে সবাই পারফর্ম করুক। কিন্তু, টি-২০ তে বেশি সময়ও পাওয়া যায় না। মিডল ওর্ডারে ব্যাটিং করাটা কঠিন। তবে সুসংবাদ হলো তামিম ভালো করছে। আশা করি সৌম্যও রানে ফিরবে। তাঁরা সবাই ভালো খেলবে এটাই চাওয়া।”