এখনো অনিশ্চিত মুস্তাফিজ
গত মাসে লঙ্কানদের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন মুস্তাফিজুর রহমান। সাইড স্ট্রেইনের ব্যাথা নিয়ে খেলা হয় নি এশিয়া কাপের ফাইনাল। এমনকি টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বেও ডাগ-আউটে বসেই সময় পার করতে হয়েছে বাংলাদেশের বিস্ময় বালককে। আশা করা হচ্ছে বিশ্বকাপের মূলপর্ব থেকেই খেলানো যাবে তাঁকে। তবে পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজকে নামানোর ব্যাপারে নিশ্চিত নন অধিনায়ক ম্যাশ।
মুস্তাফিজের খেলার সম্ভাবনা নিয়ে মাশরাফি জানান, “আমরা এখনো নিশ্চিত নই যে তাঁকে খেলাতে পারবো কিনা। তবে আমাদের হাতে এখনো একদিন আছে। তাঁকে নামানো যাবে কিনা সেই সিদ্ধান্তটা আগামীকাল কোচ এবং ফিজিও নিবেন।” মুস্তাফিজকে খেলানো নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাসকিন-সানিকে খেলানো নিয়ে কোন সমস্যা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, “সানি ইতিমধ্যেই টেস্ট দিয়ে এসেছে। তাসকিনও সকালে টেস্ট দিয়ে সন্ধ্যার মধ্যে দলের সাথে যোগ দিবে। তাঁদেরকে খেলানো হবে কিনা সেটা নির্ভর করছে উইকেট, কন্ডিশন এবং প্রতিপক্ষের উপর।”
বুধবার বিকেল তিনটায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেনে। বাংলাদেশ দলের সদস্যদের মধ্যে এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে একমাত্র সাকিব আল হাসানেরই। তাই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিবের কাছে প্রত্যাশাটাও বেশি মাশরাফির, “সাকিব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। গত সাত-আট বছর ধরে ধারাবাহিকভাবে সে পারফর্ম করে আসছে। সে এই মাঠটা ভালো করেই চিনে। আশা করি তাঁর অভিজ্ঞতা আমাদের জন্য কাজে দিবে।”