• আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬
  • " />

     

    বাংলাদেশের সামনে সেই ইংল্যান্ড

    বাংলাদেশের সামনে সেই ইংল্যান্ড    

    শুরুতেই খেতে হয়েছে বড় একটা হোঁচট। ভারতের কাছে বাংলাদেশের মেয়েদের হার অবশ্য অপ্রত্যাশিত নয়, মুখোমুখি আগের সাত ম্যাচের সবকটিতেই জিতেছে ভারত। তারপরও প্রথম ম্যাচেই ৭২ রানের পরাজয়টা জাহানারাদের কাজটা আরও কঠিন করে তুলেছে। কাল ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর রান রেটে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এই ম্যাচে হেরে গেলে বেজে যেতে পারে বিদায়ঘণ্টাও।

     

    ইতিহাস অবশ্য বাংলাদেশকে খুব একটা আশাও দেখাচ্ছে না। ইংল্যান্ডের মেয়েদের সঙ্গে এর আগে ওয়ানডেতে কখনো খেলেনি বাংলাদেশ, টি-টোয়েন্টিতেও খেলেছে একবারই। ২০১৪ সালে ওই ম্যাচটাও ছিল বিশ্বকাপেই, বাংলাদেশের মাটিতে। সেবার শুরুতে ব্যাট করে ২০ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রানের রেকর্ড যাঁর, সেই শার্লট এডওয়ার্ডস সেদিন একাই করেছিলেন ৮০। আর বাংলাদেশ ওই রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছিল ৫৮ রানে। ৭৯ রানের বড় জয় পেয়েছিল ইংল্যান্ড।

     

     

    ওই ম্যাচের অনেকেই এবার আছেন। শার্লট এডওয়ার্ডস আছেন, আছেন টি-টোয়েন্টিতে মেয়েদের তৃতীয় সর্বোচ্চ রানের অধিকারী সারাহ টেলরও। ওই ম্যাচে ৩ উইকেট নেওয়া ড্যানিয়েল হ্যাজেলও আছেন। বাংলাদেশেরও ওই দলের অনেকেই এবার ভারতে আছেন। শুধু একটা ভূমিকা বদলে গেছে। সেবার সালমা খাতুন ছিলেন অধিনায়ক, এবার সেই দায়িত্বটা জাহানারার কাঁধে।

    জাহানারা কি পারবেন দুই বছর আগের ওই স্মৃতিটা ভুলিয়ে দিতে ?