সেই সালমা সুযোগ পাচ্ছেন না!
মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন কে? সালমা খাতুনের নামটাই সবার আগে উঠে আসবে। অনেক দিন ধরেই দলের প্রাণভোমরা এই অলরাউন্ডার। কিন্তু গত কিছুদিনে যেন নিজেকে ঠিক সেভাবে চেনাতে পারছেন না। সালমা কি তাহলে একটু খেই হারিয়ে ফেলেছেন? নাকি তাঁকে দলে ঠিকমতো সুযোগই দেওয়া হচ্ছে না?
অথচ টি-টোয়েন্টি ক্রিকেটে সালমার শুরুটাই হয়েছিল চমক দিয়ে। প্রথম চার ইনিংসের রান ৪১,২৩, ২৭* ও ৪২; বল হাতেও ছিলেন দুর্দান্ত ফর্মে, প্রথম ৪ ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। ২০১৪ সালে মেয়েদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষেও উঠে এসেছিলেন। ব্যাটে-বলে ছিলেন দলের সবচেয়ে বড় ভরসাই।
অথচ গত কিছুদিনে নিজেকে ঠিক যেন চেনাতে পারছেন না। ইংল্যান্ডের সঙ্গে গত ম্যাচটা বাদ দিলে আগের ৫ ইনিংসে করেছেন মাত্র ২২ রান। এর মধ্যে ভারতের সঙ্গে ম্যাচে কেন ব্যাট করতে নামলেন না, সেটা একটা রহস্যই। ব্যাট করার সুযোগ পাননি আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টির বাছাইপর্বের ম্যাচেও। অথচ মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান (৪২৬) তাঁরই। এক সময় নিয়মিত তিন বা চারে খেলতেন, অথচ এখন খেলতে হচ্ছে আরও পরে।
সর্বশেষ ইংল্যান্ডের সঙ্গে ম্যাচেই দেখা গেছে, কেন সালমা দলের জন্য অপরিহার্য। ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে যখন বড় লজ্জা, তখন নিগারকে নিয়ে হাল ধরেছেন সালমা। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ৩০ বলে ৩২ রান করে। কিন্তু এই ম্যাচেও তাঁকে নামতে হয়েছে ছয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে দলের সেরা ব্যাটসম্যানের যখন আরও আগে নামার কথা, সালমা এতোটা পরে নামছেন কেন?
সেই উত্তরটা অবশ্য টিম ম্যানেজমেন্টই দিতে পারবে। এর আগে সব ধরনের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক থাকলেও গত নভেম্বরে টি-টোয়েন্টির দায়িত্বটা তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। পারফরম্যান্সের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে, টি-টোয়েন্টির অলরাউন্ডদের তালিকায় নেমে গেছেন তিনে। তারপরও বাংলাদেশের হয়ে ব্যাটিং বা বোলিংয়ে সবচেয়ে বেশি রান তাঁরই।
সালমা নিজেকে এর আগে অনেকবারই প্রমাণ করেছেন। আবার কি প্রমাণ করার “সুযোগ” পাবেন?