• আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬
  • " />

     

    বাংলাদেশের বিপক্ষেই ঘুরে দাঁড়াতে চান স্মিথ

    বাংলাদেশের বিপক্ষেই ঘুরে দাঁড়াতে চান স্মিথ    

    একদিনের ক্রিকেটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কুড়ি ওভারের বিশ্বকাপে এখনও শিরোপাশূন্য। সে খরা ঘোচানোর আরও একটি মিশনে শুরুতেই হোঁচট খেতে হল অস্ট্রেলিয়াকে। তাসমান পাড়ের প্রতিবেশীদের ১৪২ রানের স্বল্প পুঁজিও পেরোতে পারে নি অজিদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া স্মিথ বাহিনীর সামনে পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ। সোমবারের সে ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক।

     

    ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পরাজয়ের জন্য মাঝের ওভারগুলোয় প্রয়োজন অনুসারে রান তুলতে না পারাটাকেই দায়ী করছেন স্মিথ, “সাত থেকে পনেরো ওভারের মধ্যে আমরা একাধিক উইকেট (৪টি) হারিয়ে ফেলেছিলাম। ওই সময় আসলে ভালো একটা জুটি প্রয়োজন ছিল। কিন্তু আমরা সেটা গড়তে পারি নি।”

     

     

    তাহলে মাঝের ওভারগুলোয় ‘প্রয়োজনীয়’ রান তুলতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ব্যাটিং অর্ডারে কোনো রদবদল আসবে? অস্ট্রেলিয়ার অধিনায়ক জবাবটা দিলেন কোশলেই, “আসলে প্রতিটা ম্যাচই আলাদা। প্রতিটা ম্যাচের জন্য আলাদা আলাদা করেই পরিকল্পনা করতে হয়। আর তাছাড়া আমরা কিন্তু এই ব্যাটিং অর্ডার নিয়েই দক্ষিণ আফ্রিকায় সাফল্য পেয়েছিলাম। সুতরাং ওই জায়গটায় যারা ব্যাট করছে তাঁদের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা তাঁদেরকে সেটার সদ্ব্যবহার করার সুযোগটুকু দিতে চাই।”

     

    প্রথম ম্যাচ হেরে সেমিফাইনালে যাওয়ার পথ কি কিছুটা কঠিন হয়ে গেলো? স্মিথ তেমনটা মনে করছেন না, “তা কেন হবে? আমি আত্মবিশ্বাসী যে খুব দ্রুতই আমরা ঘুরে দাঁড়াবো। আশা করছি ব্যাঙ্গালোরে পরবর্তী ম্যাচ (বাংলাদেশের বিপক্ষে) দিয়েই সেটা করতে পারবো।”

     

    প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ। সোমবারের ম্যাচটা তাই টাইগারদের জন্যও ঘুরে দাঁড়ানোর। মাশরাফিরা কি পারবেন স্মিথদের সামনে শক্তি প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে?