এবার টসের আগেই পরিত্যক্ত হয়ে গেল দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের ওয়ানডে
গত শুক্রবার শুরুর আগে স্থগিত হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের প্রথম ওয়ানদে। দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার করোনা ভাইরাস পজিটিভ হয়েছিলেন তখন। সেই ওয়ানদে হওয়ার কথা ছিল আজ, কিন্তু এবার সেটি পণ্ডই হয়ে গেল। হোটেল স্টাফদের একজনের করোনা পজিটিভ হওয়ার পর বায়ো সিকিউরিটি ভঙ্গে এবার ওয়ানডেটা পণ্ডই হয়ে গেল।
আজ রোব বার ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে জানানো হয়, বায়ো সিকিউরিটি ভঙ্গের জন্য ম্যাচটা পিছিয়ে দেওয়া হবে। এর মধ্যেই দুই বোর্ডের পক্ষ থেকে সেটি আনূষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ইংল্যান্ডের দলের সবার করোনা পরীক্ষা করা হয়েছিল কাল, সেটার ফলের জন্য অপেক্ষা করছিল দুই বোর্ড। এর মধ্যেই এসেছে বাতিলের ঘোষণা।
দক্ষিণ আফ্রিকা সফরে করোনা-সংক্রান্ত এটি চতুর্থ ঘটনা, আর ইংল্যান্ডের ক্ষেত্রে প্রথম। এর আগে সফর শুরুর আগেই দুজন করোনা পজটিভ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার, পরে বায়ো-বাবলের মধ্যেই করোনা পজিটিভের খবর আসে। এবার ইংল্যান্ড দলের ক্ষেত্রেও এই ঘটনা ঘটল। তিন ম্যাচের ওয়ানদে সিরিজ শেষে এই বৃহস্পতিবার ইংল্যান্ডের আফ্রিকা ছাড়ার কথা ছিল। আপাতত সেই সম্ভাবনা ক্ষীণ মনে হচ্ছে।