• আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬
  • " />

     

    তাসকিন-সানিকে হারিয়ে হতাশ মাশরাফি

    তাসকিন-সানিকে হারিয়ে হতাশ মাশরাফি    

    হঠাৎ করেই যেন সংকটে পড়ে গেছে বাংলাদেশ দল। এশিয়া কাপ থেকে যে আত্মবিশ্বাস নিয়ে ভারতে এসেছিল, সেটাকে একটু হলেও লেগেছে ধাক্কা। প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে বড় ব্যবধানে হার, এরপর কাল অবৈধ বোলিং অ্যাকশনের জন্য হারিয়ে ফেলতে হয়েছে আরাফাত সানি ও তাসকিন আহমেদকে। আগামীকাল আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ, তার আগে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা স্বীকার করলেন দলের জন্য এটা অপ্রত্যাশিত একটা ধাক্কা।

    আজ বেঙ্গালুরুতে সংবাদ সম্মেলনে মাশরাফি নিজের হতাশাটা গোপন করলেন না, "আমরা এই সিদ্ধান্ত নিয়ে খুবই হতাশ। এটা নিশ্চিত। আমরা এখনো বিশ্বাস করি, তাসকিনের সবকিছু ঠিক আছে। কিন্তু এখন আমাদের এটাত ভেতর দিয়ে যেতে হবে।"

    তাসকিন ও সানির জন্যও সময়টা খুব কঠিন। মাশরাফি সেটা মেনে নিয়েও আশ্বস্ত করলেন দুজনকে, "তাসকিন ও সানি এখন খুব হতাশ। এখন তাদের বোঝানো খুব কঠিন। আশা করি, তারা খুব দ্রুত ফিরে আসবে।"

    প্রশ্ন উঠেছে মুস্তাফিজকে নিয়েও। আগামীকাল কি অস্ট্রেলিয়ার সঙ্গে এই বাঁহাতি পেসার খেলবেন ? বাংলাদেশ কতটা সংকটে আছে, সেটাও বোঝা গেল মাশরাফির কথায়, "মুস্তাফিজ ২০ শতাংশ ফিট থাকলেও এখন খেলবে। আমাদের সামনে আসলে আর কোনো বিকল্প নেই।"