• আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬
  • " />

     

    ঘুরে দাঁড়ানোর ম্যাচে দক্ষিণ আফ্রিকার যতো রেকর্ড

    ঘুরে দাঁড়ানোর ম্যাচে দক্ষিণ আফ্রিকার যতো রেকর্ড    

    প্রথম ম্যাচে ২২৯ রানের পাহাড়সম পুঁজি নিয়েও জয় আসে নি, উল্টো নাম লেখাতে হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশী রান তাড়া করে জেতা ম্যাচের পরাজিত দল হিসেবে। আজ টানা দ্বিতীয় ম্যাচেও স্কোরবর্ডে দু’ শতাধিক রান তুলেছিল প্রোটিয়ারা। ২১১ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে আফগানিস্তানও জবাব দিচ্ছিলো সমানতালেই। তবে শেষ পর্যন্ত ৩৭ রানের জয় নিয়েই মাঠ ছেড়েছে দ. আফ্রিকা।

     

    আজকের ইনিংসটি নিয়ে প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দশবার দুইশ বা ততোধিক রান করলো প্রোটিয়ারা। এসবের চারটিই আবার এসেছে বিশ্বকাপে।অথচ কুড়ি ওভারের বিশ্বকাপে দু’টির বেশী দু’শ রানের ইনিংস নেই আর কোনো দলের।

     

     

    টি-টোয়েন্টি আন্তর্জাতিকে শেষ চার ওভারে সবচেয়ে বেশী রানের অংকটা কতো জানেন? ৭১। মজার ব্যাপার হল, একই পরিমাণ রান এসেছে তিনটি ভিন্ন ম্যাচে। এর দুটোই আবার দক্ষিণ আফ্রিকার করা, একটি ২০১২ সালে ভারতের বিপক্ষে আর অপরটি আজ আফগানিস্তানের বিপক্ষে। আরেকটি ওয়েস্ট ইন্ডিজের করা, গত বিশ্বকাপে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে।

     

    গত বছরের ওয়ানডে বিশ্বকাপে প্রথম দল হিসেবে এক বিশ্বকাপে দু’টি চার শতাধিক রানের ইনিংস খেলেছিল দ. আফ্রিকা। আর চলতি টুর্নামেন্টে প্রথম দল হিসেবে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’বার দুই শতাধিক রান করলো ওই প্রোটিয়ারাই।