• আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬
  • " />

     

    জ্যোতিই কেবল দ্যুতি ছড়াচ্ছেন

    জ্যোতিই কেবল দ্যুতি ছড়াচ্ছেন    

    প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৬ঃ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

     

    সংক্ষিপ্ত স্কোরঃ ওয়েস্ট ইন্ডিজ ১৪৮/৪, ২০ ওভার (ম্যাথিউস ৪১, টেলর ৪০; নাহিদা ৩/২৭); বাংলাদেশ ৯৯/১০, ১৮.৩ ওভার (নিগার ২৭; টেলর ৩/১৩)

    ফলঃ ওয়েস্ট ইন্ডিজ ৪৯ রানে জয়ী

    ম্যাচসেরাঃ স্টেফানে টেলর (ওয়েস্ট ইন্ডিজ)


     

    প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচেও হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচে জাহানারাদেরকে ৪৯ রানে হারিয়েছে ক্যারিবিয় মেয়েরা।

     

     

    ১৪৯ রানের জয়ের লক্ষ্যটা বাংলাদেশের জন্য আদতে অসাধ্য হলেও শুরুটা আশা জাগানিয়াই করেছিলেন সানজিদা-শারমিনরা। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশের স্কোরবোর্ডে ৩ ওভারেই কুড়ি রান তুলে ফেলেছিল এই জুটি। কিন্তু ৩ চারে ১৪ রান করে সানজিদা ফিরে গেলে শ্লথ হতে শুরু করে রানের গতি, সেই সাথে নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেটও। আগের ম্যাচে ৩৫ রান করা উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি প্রথম ম্যাচের মতো আজও করেছেন ২৭ রান। টপ অর্ডারের তিনজনের পর রানের খাতায় দু’ অংক পেরোতে পেরেছেন কেবল তিনিই, আজ বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চও সেটিই। আবার ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে পতন হওয়া চার উইকেটের দু’টিই এসেছে জ্যোতির স্ট্যাম্পিংয়ের কল্যাণে। ৯ বল বাকি থাকতে অল-আউট হয়ে যাবার আগে এক রানের জন্য বাংলাদেশের দলীয় সংগ্রহ একশ’ ছোঁয় নি।

     

    এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুরন্ত উদ্বোধনী জুটির উপর ভর করে ১৪৮ রান করে ক্যারিবিয় মেয়েরা। ওপেনার হ্যায়লে ম্যাথিউস ৪১ ও স্টেফানে টেলর ৪০ রান করেন। অধিনায়ক টেলর এরপর বল হাতেও নিয়েছেন ৩ উইকেট, ম্যাথিউসও নিয়েছেন ২টি।

     

    বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ২৭ রানের বিনিময়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো নিয়েছেন ৩ উইকেট।