• আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬
  • " />

     

    কিশোরী নাহিদার আকাশ ছোঁয়ার স্বপ্ন

    কিশোরী নাহিদার আকাশ ছোঁয়ার স্বপ্ন    

    গত বছর পাকিস্তান সফরেই অভিষেক হয়েছিল। নাহিদা আক্তারের বয়স তখন কত ছিল জানেন ? মাত্র ১৫ বছর ২১২ দিন! সেই নাহিদা এর মধ্যেই বাংলাদেশের মেয়েদের দলের বড় ভরসা। তবে ক্যারিয়ারের সেরা বোলিং আজই করেছেন, শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ২৭ রানে পেয়েছেন ৩ উইকেট।

     

     

    গত বছরের ৩০ সেপ্টেম্বরের পাকিস্তানের সঙ্গে অভিষেকের পর আর ফিরে তাকাতে হয়নি বাংলাদেশের এই কিশোরীকে। দলে যে থাকতে এসেছেন, সেটা দেখিয়েছেন প্রথম ম্যাচ থেকেই।  বাঁহাতি স্পিনে নিজের প্রথম তিনটি টি-টোয়েন্টির প্রতিটিতেই নিয়েছেন দুইটি করে উইকেট। ২০১৫ সালের ৪ অক্টোবর একদিনের আন্তর্জাতিক ম্যাচেও অভিষেক হয় তাঁর।

     

    এর পর থাইল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের প্রথম চারটি ম্যাচে খেলতে পারেননি। আয়ারল্যান্ডের সঙ্গে ফাইনালে অবশেষে মাঠে নামতে পারেন। ১৮ রানে ওই ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন, তবে জেতাতে পারেননি দলকে। তবে তাতেই ভারতের চূড়ান্ত পর্বে খেলাটা নিশ্চিত করে ফেলেন।

     

    এবারের বিশ্বকাপে নিজেকে অবশ্য সেভাবে চেনাতে পারছিলেন না। ভারতের সঙ্গে প্রথম ম্যাচে নিয়েছিলেন ১ উইকেট, ইংল্যান্ডের সঙ্গে কোনো উইকেট পাননি। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দেখিয়েছেন স্পিন জাদু। দুই ওপেনার যখন বড় কিছুর আশা দেখাচ্ছিলেন তখনই ফিরিয়ে দিয়েছেন ম্যাথুসকে। ৮৭ রানের মাথায় আউট করেছেন কুপারকেও। পরে বিপজ্জনক হয়ে উঠতে থাকা “মেয়েদের ক্রিস গেইল” স্টেফানি টেলরকে। ওয়েস্ট ইন্ডিজের রান তাই ১৪৮ এর চেয়ে বড় হতে পারেনি।