স্টেইন না খেলায় অখুশি শাহজাদ!
নিজের সময়ের সেরাদের ছোট্ট তালিকায়ও থাকবেন। ডেল স্টেইন তো অনেক দিন ধরেই দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের হৃৎপিন্ড। অথচ সেই স্টেইনকে তেমন একটা বিপজ্জনক মনে করেন না আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ। স্টেইন কাল না খেলায় শাহজাদ এমনকি রীতিমতো হতাশ।
অবশ্য কাল শাহজাদ যা করেছেন, তাতে সে কথা বলতেই পারেন। দক্ষিণ আফ্রিকার ২১০ রানের লক্ষ্যটা আফগানিস্তানের জন্য অক্সিজেন ছাড়া এভারেস্টে ওঠার মতোই কঠিন। অথচ শাহজাদ একসময় সেটিই সম্ভব মনে করিয়ে দিচ্ছিলেন। অবিশ্বাস্য এক ঝড়ে মাত্র ১৯ বলেই করে ফেলেছিলেন ৪৪ রান।
প্রথম ম্যাচে ইংলিশ ব্যাটসম্যানরা ঝড় বইয়ে দিয়েছিল ডেল স্টেইনের ওপর। মাত্র ২ ওভারে দিয়েছিলেন ৩৫ রান। পরে অধিনায়ক ফাফ ডু প্লেসি আর বলই দেননি স্টেইনের হাতে। কালকের ম্যাচেও "টেকনিক্যাল" কারণে বসিয়ে রাখা হয়েছিল স্টেইনকে। তাতে অবশ্য দক্ষিণ আফ্রিকার জিততে সমস্যা হয়নি।
শাহজাদ বরং বলছেন, স্টেইনকে এমন বিপজ্জনক কিছু মনে করেন না, "স্আমি স্টেইনের মুখোমুখি হতে পছন্দ করি। আমার চোখে ও এমন বিপজ্জনক কিছু নয়। আর স্টেইনের পেস ছাড়া তেমন কিছু নেই। এই উইকেট এ ধরনের বোলারদের খেলার জন্য খুব ভালো, কারণ বল খুব সুন্দরভাবে ব্যাটে আসছিল। ও না নামায় আমি খুব একটা খুশি নই।" বরং স্টেইনের বদলে ক্রিস মরিসকেই বেশি বিপজ্জনক মানছেন, "আমি তো বলব মরিসই আমাদের বেশি ভুগিয়েছে। তার উচ্চতা ভালো, সুইংও করাতে পারে।"
অবশ্য পরশু স্টেইনের জায়গা যিনি সুযোগ পেয়েছেন, সেই ডেভিড ভিসেও খুব একটা কিছু করতে পারেননি। গ্রায়েম স্মিথও তার আগে টুইট করে জানিয়েছেন, ছন্দ ফিরে পাওয়ার জন্য এই ম্যাচে স্টেইনকে নামানো উচিত ছিল। তবে শাহজাদের কথা শুনে মনে হতেই পারে, স্টেইন এ যাত্রা বেঁচে গেছেন!