• আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬
  • " />

     

    নেতৃত্ব হারাচ্ছেন আফ্রিদি?

    নেতৃত্ব হারাচ্ছেন আফ্রিদি?    

    টুর্নামেন্ট শুরুর আগে বলা হচ্ছিল, এবারের বিশ্বকাপে অন্তত সেমিফাইনালে না যেতে পারলে বরখাস্ত হতে হবে পাকিস্তানের অধিনায়ক আর কোচকে। তবে ভারতের বিপক্ষে ম্যাচ, হোক সেটা গ্রুপ পর্বের, এক অর্থে তো পাকিস্তানের জন্য অলিখিত ফাইনালই। আর সেই ‘ফাইনাল’-এ আরও একবার হেরে যাবার পর পাকিস্তানি গণমাধ্যমে জোর গুঞ্জন, এখন আর শিরোপা জিতলেও লাভ নেই! টুর্নামেন্টের পর দলের নেতৃত্ব হারাতে চলেছেন শহীদ আফ্রিদি। একইসাথে দলের নির্বাচক প্যানেলও ঢেলে সাজানোর পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

     

     

    পিসিবির ওই সূত্র বলছে কেবল অধিনায়কত্বই নয়, এ বিশ্বকাপের পর আফ্রিদির দলে থাকা নিয়েই তৈরি হয়েছে সংশয়, “আফ্রিদির পারফরম্যান্স আর নেতৃত্ব নিয়ে বোর্ডের মধ্যে স্পষ্ট অসন্তোষ দেখা যাচ্ছে। এই বিশ্বকাপের পর যদি তিনি অবসর না-ও নেন, বোর্ড তাঁকে আর অধিনায়কের পদে রাখবে না। এমনকি দলেও তাঁর দিন ফুরিয়ে এলো বলে। আর তাছাড়া ভারতে পাকিস্তানের চেয়ে বেশী ভালোবাসা পাওয়ার ব্যাপারে আফ্রিদির দেয়া বক্তব্যেও খুশী নয় পিসিবি।”

     

    এ টুর্নামেন্টে পাকিস্তানের সাফল্য যাই হোক না কেন, নির্বাচক প্যানেলেও পরিবর্তন আসার আভাস দিচ্ছে ওই সূত্র, “পাকিস্তান সেমিতে গেলো কিনা এমনকি শিরোপাও জিতলো কিনা, তাতে কিছুই আসবে-যাবে না। হারুন রশীদের নির্বাচক কমিটির দিন ফুরোচ্ছে।”

     

    মূলত এশিয়া কাপে দলের ব্যর্থতার তদন্তে গঠিত কমিটির অসন্তোষের প্রেক্ষিতেই এসব পরিবর্তন আসতে যাচ্ছে। বিশ্বকাপের আগে বাংলাদেশে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে বাংলাদেশ আর ভারতের কাছে হেরে ফাইনালের আগেই বিদায় নেন আফ্রিদিরা। আর এ ব্যর্থতায় নির্বাচক ও টিম ম্যানেজম্যান্টের দায় খুঁজে পেয়েছে ওই কমিটি।

     

    অধিনায়ক-নির্বাচকদের মতো কপাল পুড়তে চলেছে কোচ ওয়াকার ইউনুসেরও। ধারণা করা হচ্ছিল বিশ্বকাপের পর ইংল্যান্ড সফরেও দলের সাথে থাকবেন ওয়াকার। কিন্তু বর্তমান প্রেক্ষিতে জোর গুঞ্জন, ওই সফরের আগেই তাঁকে সরিয়ে দেয়া হবে। আর সে জন্য দেশী-বিদেশী নতুন কোচও খোঁজা শুরু করে দিয়েছে পিসিবি। দেশী কোচদের মধ্যে বোর্ডের পছন্দের শীর্ষে রয়েছেন বর্তমানে আরব আমিরাতের কোচ আকিভ জাভেদ।