'ওয়াক' করার পর বাভুমা জানলেন তিনি আউট হননি
ক্রিকেটে ওয়াক করা নতুন কিছু নয়। একটা সময় অ্যাডাম গিলক্রিস্ট ওয়াক করেছেন, সেটা নিয়ে আলোচনা হয়েছিল অনেক। টেন্ডা বাভুমাও আজ ওয়াক করেছেন। কিন্তু অবিশ্বাস্যই বটে, ওয়াক করার পর জানা গেল বাভুমা আউটই হননি।
অভাবনীয় এই ঘটনাটা আজ সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকার ১ম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে হয়েছে। দাসুন শানাকার অফ স্টাম্পের বাইরের বলটা কাট করতে গিয়েছিলেন বাভুমা। আম্পায়ার আঙুল তোলার আগে হাঁটা শুরু করেন তিনি। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল আর ব্যাটের মধ্যে পরিষ্কার ফাঁক। কোনো এজ ধরা পড়েনি স্নিকোতেও। কিন্তু রিপ্লে যখন দেখা গেছে, বাভুমা তখন প্যাভিলিয়নে চলে গেছেন। তখন আর কিছু করার সুযোগ ছিল না।
পুরো সকালে বাভুমা আর ডু প্লেসি আউট হতে পারেন বলেও মনে হয়নি। ৭১ রানে ব্যাট করছিলেন বাভুমা, তখনই এই ঘটনা। আরও অবিশ্বাস্য, পুরো তিনটি রিভিউই ছিল দক্ষিণ আফ্রিকার, এরপর আর কোনো স্বীকৃত ব্যাটসম্যানও নেই। কিন্তু তারপরও আউট না হইয়েও কেন ওয়াক করলেন, সেটাই প্রশ্ন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার ৩৯৬ রানের জবাবে ৫ উইকেটে ৪২৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।