'সমস্যা প্রথম ছয় ওভারে'
এশিয়া কাপ থেকে শুরু করে এ পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতে জয়ও এসেছে, ১টি পরিত্যক্ত হয়েছে। কিন্তু ব্যাট হাতে শুরুটা আশাপ্রদ হচ্ছে না বেশীরভাগ ম্যাচেই। প্রথম ছ’ ওভারে (পাওয়ার প্লে) ওভারপ্রতি গড়ে ছয় করে রান উঠেছে কেবল তিনটি ম্যাচে। যেখানে টি-টোয়েন্টি ব্যাটিংয়ে এই ছ’টি ওভারই স্কোরবোর্ড সমৃদ্ধ করায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এটিকেই এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা বলে করছেন সাকিব আল হাসান।
গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ১৫৭ রানের পুঁজিটা অনায়াসেই ১৭০-৮০ হতে পারতো বলে মনে করছেন অনেকে। আর সেক্ষেত্রে ম্যাচের ফলটাও যে অন্যরকম হওয়া সম্ভব ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। নিজেদের স্কোরবোর্ডে ১৫-২০ রানের ঘাটতির জন্য প্রথম ছ’ ওভারের শ্লথ ব্যাটিংকেই দায়ী করছেন সাকিব, “প্রথম ছ’ ওভারে আমরা মাত্র ৩০ রান (৩৩ রান) করতে পেরেছি। ভারতের উইকেটে বেশীরভাগ দলই যেখানে ওই ওভারগুলোতে ৪৫-৫০ রান তুলে ফেলছে। এটাই ব্যাটিংয়ের সবচেয়ে উপযুক্ত সময়। আমি অন্তত তাই মনে করি।”
ওখানেই বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছিল বলে মনে করছেন গতকাল ২৫ বলে ৩৩ রান করা সাকিব, “আর ১৫-২০ রান বেশী করতে পারলেই খেলাটা অন্যরকম হতে পারতো। এই জায়গাটায় তাই আমাদের আরও উন্নতি করতে হবে।”
উন্নতির জায়গা আরও আছে বলেই মনে করছেন টি-টোয়েন্টিতে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার, “ব্যাটসম্যানদের মধ্যে যারা রান পাচ্ছে তাঁদেরকে শেষটায় আরেকটু বেশী অবদান রাখতে হবে। গতকাল ফিল্ডিংও খারাপ হয়েছে। সব মিলিয়ে হয়তো আমরা ভালো করছি, কিন্তু উন্নতির জায়গা আছে অনেক।”
আগামীকাল ব্যাঙ্গালুরুতে একই মাঠে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আচমকা অসুস্থ হয়ে গত ম্যাচের একাদশে না থাকা ওপেনার তামিম ইকবাল আগামী ম্যাচেও অনিশ্চিত বলেই জানাচ্ছেন সাকিব।