প্রাপ্তির খাতায় কিছু মিলবে এবার?
ভারতের কাছে হার দিয়ে শুরু। এর পর ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের কাছেও হারতে হয়েছে। কাল পাকিস্তানের সঙ্গে শেষ ম্যাচে কি প্রাপ্তির খাতায় কিছু নিয়ে ফিরতে পারবে বাংলাদেশের মেয়েরা ?
ইতিহাস আশা-নিরাশা দুইটিই দেখাচ্ছে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে চেনা প্রতিপক্ষ পাকিস্তানই। এখন পর্যন্ত সানা মীরের দলের সঙ্গে সালমারা সাতটি ম্যাচে খেলেছে। ২০১২ সালে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিই ছিল পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। এর পর ছয়টি ম্যাচ খেলেছে পাকিস্তান জয় পেয়েছে সবকটিতেই। এর মধ্যে ২০১৪ সালে কক্সবাজারের ম্যাচটিতেই বাংলাদেশ যা একটু প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিল। ওই ম্যাচটা ১৩ রানে হেরেছিলেন জাহানারারা। গত বছর পাকিস্তান সফরে গিয়েও ফিরতে হয়েছে খালি হাতে।
এই বিশ্বকাপে পাকিস্তানের ফর্মও তাদের পক্ষেই আছে। প্রথম ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তানের মেয়েরা, জয় পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে কখনো পা রাখতে পারেনি পাকিস্তান, বাংলাদেশকে হারালে সেই সুযোগ টিকে থাকবে।
তবে বাংলাদেশও দুই বছর আগের দুইটি ম্যাচ থেকে প্রেরণা নিতে পারে। কক্সবাজারে দুই ওয়ানডেতে পাকিস্তানের মেয়েদের হারিয়েছিলেন জাহানারারা। বাংলাদেশ কাল নিশ্চয় সেই স্মৃতিই ফিরিয়ে আনতে চাইবে!