• আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬
  • " />

     

    আশা জাগিয়েও পারল না আফগানিস্তান

    আশা জাগিয়েও পারল না আফগানিস্তান    

    আশা জাগিয়েও পারল না আফগানিস্তান।  ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েও শেষ পর্যন্ত হেরে গেল ১৫ রানে।  এই জয়ে সেমিফাইনালে যাওয়ার আশাও একটু উজ্জ্বল হয়েছে ইংল্যান্ডের।

     

    অথচ ম্যাচের শুরুটা আফগানিস্তানকেই আশা দেখাচ্ছিল। ১ উইকেটে ৪০ রানে থাকার পর হঠাৎ করেই ইংল্যান্ড হয়ে যায় ৪ উইকেটে ৪২। মোহাম্মদ নবীর ওই এক ওভারেই ফিরে যান ভিন্স, রুট ও মরগান।  এর পর বেন স্টোকস ও জশ বাটলারও বেশিক্ষণ টেকেননি। ইংল্যান্ড একটা সময় ৫৭ রানে হারিয়ে ফেলে ৬ উইকেট। তখন মনে হচ্ছিল ১০০ পেরুনোও কঠিন হয়ে যাবে।

     

    সেখান থেকে ১৪২ রানে নিয়ে যাওয়ার মূল কৃতিত্ব মঈন আলী ও ডেভিড উইলির। দুজন মিলে  অষ্টম উইকেটে দুর্দান্ত প্রতি আক্রমণে ম্যাচে ফিরিয়েছেন ইংল্যান্ডকে। শেষ  ৫ ওভারে এসেছে ৫৫ রান, এর মধ্যে কহামজার এক ওভার থেকেই এসেছে ২৫ রান। মঈন ৩৩ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন, উইলি করেছেন ১৭ বলে ২০।

     

    আফগানিস্তান শুরুতেই ধাক্কা খায়,৪ রান করেই ফিরে যান ইনফর্ম মোহাম্মদ শাহজাদ।  সেখান থেকে ৩৯ রানেই ৫ উইকেট হারানোর পর মনে হচ্ছিল বড় ব্যবধানেই হারবে। শেষ দিকে শফিকুল্লাহ ২০ বলে ৩৫ রান করে একটু আশা দেখাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা সান্ত্বনা ছাড়া কিছু দিতে পারেনি আফগানিস্তানকে।