হারেই শেষ জাহানারাদের বিশ্বকাপ
হার দিয়েই নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করলো বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ৯ উইকেটে ১১৩ রান করে বাংলাদেশ। দলের পক্ষে ফারজানা হক সর্বোচ্চ ৩৬ রান করেন। প্রথম পাঁচ ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেললেও ওপেনার শারমিনের সাথে ফারজানার তৃতীয় উইকেট জুটিটা বেশ স্বাচ্ছন্দ্যেই রানের চাকা ঘোরাচ্ছিল। কিন্তু ব্যক্তিগত ১৯ রান করে শারমিন যখন আউট হলেন, বাংলাদেশের স্কোরবোর্ডে রান তখন ৬৫। পরের ওভারেই ভুল বোঝাবুঝির শিকার হয়ে শূন্য রানে রান আউট হয়ে ফিরে যান দারুণ ছন্দে থাকা নিগার। এরপর রান আউটের ফাঁদে পা দেন বাংলাদেশের আরও তিন ব্যাটসম্যান। একজন ফিরে যান স্ট্যাম্পড হয়ে। শেষদিকে লতা মন্ডলের ব্যাট থেকে আসা ২ চারে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে নবমবারের মতো একশ’ পেরোয় বাংলাদেশের সংগ্রহ।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান প্রয়োজনীয় রান তুলে নেয় ২২ বল আর ৯টি উইকেট হারে রেখেই। ওপেনার সিদরা আমিন পান ক্যারিয়ারের প্রথম অর্ধশতক, অপরাজিত থাকেন ৫২ রানে। অপরপ্রান্তে বিসমাহ মারুফের সংগ্রহ ছিল ৪৩ রান। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নেন সালমা।