এবার জরিমানা দিতে হচ্ছে মাশরাফিকে
ওই এক রানের দুঃখ ভুলতে আরও অনেক অনেক দিন সময় লাগবে বাংলাদেশের। এর মধ্যে নতুন একটা দুঃসংবাদ পেল মাশরাফি বিন মুর্তজার দল। ভারতের সঙ্গে ওই ম্যাচে স্লো ওভাররেটের কারণে মাশরাফির ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। বাংলাদেশ দলের অন্যদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। মাশরাফি নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানি হয়নি।
আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরো ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে। ভারতের সঙ্গে ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে যত ওভার করার কথা, মাশরাফি তার চেয়ে এক ওভার বেশি সময় নিয়েছেন। সেজন্যই এই জরিমানা। একই ধরনের লঘু অপরাধ আবার করলে এক ম্যাচ নিষেধাজ্ঞা পেতে হতে পারে। তবে বাংলাদেশের এই টি-টোয়েন্টি বিশ্বকাপে আর একটি ম্যাচই বাকি। সেজন্য এবার কোনো শাস্তি পেতে হচ্ছে না মাশরাফিকে।
সংযোজন: আইসিসির স্লো ওভার রেট নিয়ম