বাংলাদেশের বিপক্ষে খেলছেন না উইলিয়ামসন, ফিট হতে পারেন আইপিএলে
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না কেন উইলিয়ামসনের। আইপিএলের জন্য টি-টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছিলেন, এবার থাকছেন না ওয়ানডেতেও। তবে এপ্রিল থেকে শুরু আইপিএলের আগে ফিট হয়ে ওঠার কথা তার।
সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার পর কনুইয়ের চোটে পড়েন উইলিয়ামসন। ব্যাট ধরতে আরও ১০১-২ দিন লাগবে, ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। পরে আইপিএলের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি সিরিজ থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন আগেই। ২০ মার্চ থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ।
সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে ফিফটি করলেও পরের তিন ম্যাচে দুই অংক ছুঁতে পারেননি উইলিয়ামসন। এই সিরিজে দুর্দান্ত খেলা ডেভন কনওয়ে আসতে পারেন তার জায়গায়। আর অধিনায়কত্ব করতে পারেন টম ল্যাথাম।