• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর ২০২১
  • " />

     

    বাংলাদেশের বিপক্ষে খেলছেন না উইলিয়ামসন, ফিট হতে পারেন আইপিএলে

    বাংলাদেশের বিপক্ষে খেলছেন না উইলিয়ামসন, ফিট হতে পারেন আইপিএলে    

    কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না কেন উইলিয়ামসনের। আইপিএলের জন্য টি-টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছিলেন, এবার থাকছেন না ওয়ানডেতেও। তবে এপ্রিল থেকে শুরু আইপিএলের আগে ফিট হয়ে ওঠার কথা তার। 

    সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার পর কনুইয়ের চোটে পড়েন উইলিয়ামসন। ব্যাট ধরতে আরও ১০১-২ দিন লাগবে, ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। পরে আইপিএলের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি সিরিজ থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন আগেই। ২০ মার্চ থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। 

    সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে ফিফটি করলেও পরের তিন ম্যাচে দুই অংক ছুঁতে পারেননি উইলিয়ামসন। এই সিরিজে দুর্দান্ত খেলা ডেভন কনওয়ে আসতে পারেন তার জায়গায়। আর অধিনায়কত্ব করতে পারেন টম ল্যাথাম।