মুস্তাফিজের নতুন রেকর্ড
“অ্যা হেল অফ অ্যা বোলার…”, ইনিংস ব্রেকে মুস্তাফিজুর রহমানকে এভাবেই বিশেষায়িত করলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কলিন মুনরো। বাংলাদেশের নতুন বিস্ময়কে প্রথমবার মোকাবেলায় এ যাবত প্রায় প্রতিটি দলকেই রীতিমতো গলদঘর্ম হতে হয়েছে। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও সেটির ব্যত্যয় হল না। ২২ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের লম্বা ব্যাটিং লাইন আপকে ১৪৫ রানে বেঁধে রাখায় সামনে থেকেই নেতৃত্ব দিলেন এই তরুণ বাঁহাতি পেসার।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়ে মুস্তাফিজ ঢুকে গেছেন নতুন এক রেকর্ড বইয়েও। ২০ বছর ২০২ দিন বয়সী এই তরুণ এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট নেয়া বোলার। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিচারে বয়স বিবেচনায় তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ।
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এটি ১৮তম বার পাঁচ উইকেট নেয়ার ঘটনা। আর বিশ্বকাপের মাঠে এমনটা ঘটলো সপ্তমবার। গতকাল জেমস ফকনার পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নেয়ার একদিনের মধ্যেই একই কীর্তি গড়লেন মুস্তাফিজ।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এটি দ্বিতীয়বার এক ইনিংসে পাঁচ উইকেট নেয়া। প্রথমটি নিয়েছিলেন ইলিয়াস সানি, ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে।