'নাসিরকে না খেলানোর সিদ্ধান্ত ম্যানেজম্যান্টের'
সপ্রতিভ বোলিংয়ে নিউজিল্যান্ডকে ১৪৫ রানে আটকে রাখার পরও দিনশেষে ৭৫ রানের বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হল বাংলাদেশকে। সেইসাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জয় না পাওয়ার ৯ বছরের খরাটা দীর্ঘায়িত হয়ে গেলো আরও চার বছরের জন্য। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে আজকের পরাজয়ের জন্য উইকেট কন্ডিশনের পাশাপাশি তাঁর ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দিয়ে আসাকে দায়ী করেছেন। সাথে অবশ্য কৃতিত্ব দিলেন নিউজিল্যান্ডের বোলারদেরকেও।
দলগত পারফরম্যান্সের বাইরে এবারের বিশ্বকাপের শুরু থেকেই আলোচনা হয়ে আসছে বাংলাদেশের একাদশ গঠন নিয়ে। নাসির হোসেনের মতো অলরাউন্ডার কেন বাছাইপর্বে একটিমাত্র ম্যাচ খেলেই দলের বাইরে, মিথুন আলী কেন ধারাবাহিক ব্যর্থতার পরও টানা সুযোগ পেয়ে গেলেন কিংবা বিশ্বকাপের মাঝপথে দলের সাথে যোগ দেয়া শুভাগত হোমকে কেন শেষ তিনটি ম্যাচেই নামিয়ে দেয়া হল- এমন প্রশ্ন বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে আমজনতা পর্যন্ত সবারই। আজকের সংবাদ সম্মেলনেও সে প্রশ্ন উঠে আসলে কোচ দায় বর্তালেন নির্বাচকদের ঘাড়ে, “এটা আসলে নির্বাচক আর টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত। আমরা ভেবেছিলাম শুভাগত আরও ভালো অলরাউন্ড পারফরম্যান্স দেখাতে পারবে।”
তেমনটাই ভাবনা হলে কেন মূল স্কোয়াডেই নাসিরের পরিবর্তে তাঁকে রাখা হয় নি? এমন প্রশ্নেও কৌশলীই থাকলেন কোচ, “তখন আমাদের চিন্তাভাবনা ছিল একরকম। পরবর্তীতে উইকেট কন্ডিশন আর প্রতিপক্ষ বিবেচনায় আমাদের মনে হয়েছে শুভাগতই ভালো বিকল্প হবে।”
আজকের ম্যাচের জন্য উইকেট কন্ডিশন আর ব্যাটসম্যানদের ব্যর্থতার পাশাপাশ হাথুরুসিংহে কৃতিত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের বোলারদেরও, “আসলে এটা ঠিক ১৪০ রানের উইকেট ছিল না। আমরা তাঁদেরকে আরও ২০-২৫ রান কমের মধ্যে বেঁধে রাখতে পারলে চিত্রটা অন্যরকম হতে পারতো। তবে আমি নিউজিল্যান্ডের বোলারদেরকে কৃতিত্ব দিতে কার্পণ্য করছি না। তাঁরা আজ আসলেই অনেক ভালো বল করেছে। তারপরও বলবো, আমাদের ব্যাটসম্যানদের খেলার ধরণটা সঠিক ছিল না।”
আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব থেকে একটিও জয় পেলো না বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট কি আসলেই উন্নতির পথে আছে? কোচ ইতিবাচক ধারণাই পোষণ করছেন, “গত ওয়ানডে বিশ্বকাপে আমরা সম্পূর্ণ অপরিচিত কন্ডিশনে ভালো করে এসেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও গত আসর থেকে আমাদের এবারের পারফরম্যান্স ভালো ছিল। হয়তো জিততে পারি নি, কিন্তু আজকের ম্যাচ বাদ দিলে আমাদের পারফরম্যান্স অবশ্যই আশাব্যঞ্জক ছিল। সবমিলিয়ে গত এক-দেড় বছর আমরা অবশ্যই আগের চেয়ে উন্নতি করছি।”