• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর ২০২১
  • " />

     

    বাংলাদেশের বিপক্ষে ফিরলেন ফিরলেন ফার্গুসন-মিলন, চমক ২১ বছর বয়সী ওপেনার

    বাংলাদেশের বিপক্ষে ফিরলেন ফিরলেন ফার্গুসন-মিলন, চমক ২১ বছর বয়সী ওপেনার    

    আইপিএল খেলার প্রস্তুতির জন্য কেন উইলিয়ামসন- ট্রেন্ট বোল্টরা থাকবেন না টি-টোয়েন্টি সিরিজে, সেটা জানা ছিল আগেই। টি-টোয়েন্টি সিরিজের দলে তাই বেশ কিছু পরিবর্তন এসেছে নিউজিল্যান্ডের। দীর্ঘদিন পর দলে ফিরেছেন লকি ফার্গুসন ও অ্যাডাম মিলনে। সুযোগ পেয়েছেন ঘরোয়া লিগের আবিষ্কার ২১ বছর বয়সী ওপেনার ফিন অ্যালেন।

    আইপিএল খেলার জন্য বোল্ট-উইলিয়ামসনের সাথে স্যান্টনার, জেমিসন, সেইফের্ট, নিশামরা ছুটি পেয়েছেন টি-টোয়েন্টি সিরিজ থেকে। আইপিএলে থাকা ফার্গুসন আর মিলনেরা অবশ্য পরে যোগ দেবেন দলের সঙ্গে। এর মধ্যে ফার্গুসন সাইড ফ্র্যাকচারে দীর্ঘদিন দলের বাইরে, চোট পাওয়ার পর মিলনেও অনেক দিন নেই দলে। বিগ ব্যাশে খেলার পর এবার মিলনে আবার ফিরেছেন দলে। 

    দলে একদম নতুন মুখ বলতে সাবেক অনূর্ধ্ব ১৯ দলের ওপেনার ফিন অ্যালেন। এবারের সুপার স্ম্যাশে ১৯৩ স্ট্রাইক রেতে ৫৬ গড়ে করেছেন ৫১২ রান, এবার ডাক পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে।