• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর ২০২১
  • " />

     

    নেট সেশন: ডানেডিনে দুঃস্মৃতি, ক্রাইস্টচার্চে আক্ষেপ, ওয়েলিংটনে কী?

    নেট সেশন: ডানেডিনে দুঃস্মৃতি, ক্রাইস্টচার্চে আক্ষেপ, ওয়েলিংটনে কী?    

    বাংলাদেশের নিউজিল্যান্ড সফর, ২০২১
    ৩য় ওয়ানডে

    কবে, কখন
    ২৬ মার্চ 
    বাংলাদেশ সময় ৪টা (০৪০০)


    ডানেডিনের দুঃস্বপ্ন ক্রাইস্টচার্চে ভোলাটা ছিল চ্যালেঞ্জ। সেই ক্রাইস্টচার্চে সঙ্গী হলো আক্ষেপ। সে আক্ষেপ ভুলে এবার ওয়েলিংটনে কিছু একটা করে দেখানোর পালা বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে প্রায় কোনো লড়াই ছাড়াই হেরে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে বড় একটা সুযোগ পেয়েছিল, শেষ পর্যন্ত সেটি কাজে লাগাতে পারেনি তারা। সিরিজ আগেই জিতে যাওয়া নিউজিল্যান্ডের দৃষ্টিসীমায় হোয়াইট-ওয়াশ, বাংলাদেশের সেটি এড়ানো। 

    হ্যাগলি ওভালের উইকেট একটু ট্রিকি ছিল নিশ্চিতভাবেই, তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের দুই ইনিংস বাংলাদেশকে এনে দিয়েছিল দারুণ স্কোর। তামিমের গড়ে দেওয়া ভিতে দারুণ আক্রমণাত্মক এক ইনিংস খেলেছিলেন মিঠুন। ম্যাচের আগে ঘুরে-ফিরে এসেছিল ‘লড়াই করার মতো স্কোর’-এর কথা, সেটি এলো, কিন্তু শেষ পর্যন্ত কাজে দিল না। ক্যাচ মিস, মিসফিল্ড যদি একটু পাশে রাখা যায়, তাহলে মাহাদি হাসান ও মেহেদি হাসান মিরাজের স্পিনের সঙ্গে চাপটা আরেকটু না বাড়ানোর দায় পেসারদের একটু হলেও নিতে হবে। 

    একই সঙ্গে আছে মোস্তাফিজুর রহমানের চোটের শঙ্কাও। আগেরদিন ওভারের মাঝপথে উঠে গিয়েছিলেন তিনি, যদি ম্যাচশেষে তামিম আশা করেছিলেন, পরের ম্যাচে তিনি খেলবেন। শেষ পর্যন্ত খেলতে পারলে সেটি একটা আঘাতই হবে বাংলাদেশের, আপাতত পেস বোলিংয়ের নেতৃত্বে তো তিনিই। 

    আবার নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে বাড়তে পারে অভিজ্ঞতা, চোট থেকে ফেরা রস টেইলর এদিন পাশ করেছেন ফিটনেস টেস্ট। প্রথম দুই ওয়ানডে মিস করা টেইলর তাই খেলতে পারেন তৃতীয় ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে টেইলরের রেকর্ডটাও দারুণ, তিনি খেললে শেষ পর্যন্ত তাই আরেকটু বড় পরীক্ষা দিতে হবে সফরকারীদের। 


    রঙ্গমঞ্চ
    বেসিন রিজার্ভ, ওয়েলিংটন

    এ ভেন্যুতে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ, তবে সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেনি এখনও। প্রথম ইনিংসে এখানে গড় স্কোর মাত্র ২১৭।

    যাদের ওপর চোখ

    মোহাম্মদ মিঠুন

    তার ইনিংসের রেশ যেন রয়ে গেছে এখনও। তবে মিঠুন হয়তো নিজেও জানেন, দলে তার ভূমিকাটাই এমন-- এভাবে সুযোগ কাজে লাগানো ছাড়া উপায় নেই আর। মিঠুন পারবেন আরেকবার? 

    ডেভন কনওয়ে

    শেষ পর্যন্ত টম ল্যাথামের সেঞ্চুরি জিতিয়েছিল নিউজিল্যান্ডকে ক্রাইস্টচার্চে, তবে ডেভন কনওয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দ্রুত ৩ উইকেট পড়ে যাওয়ার পর ল্যাথামের সঙ্গে তার জুটি ঠিক পথে রেখেছিল নিউজিল্যান্ডকে। 

    সম্ভাব্য একাদশ

    মোস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত খেলতে না পারলে দলে আসতে পারেন রুবেল হোসেন। টেইলর দলে আসলে তাকে জায়গা করে দিতে পারেন উইল ইয়াং।

    বাংলাদেশ

    তামিম ইকবাল (অ), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উই), মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহাদি হাসান, মোস্তাফিজুর রহমান/রুবেল হোসেন, তাসকিন আহমেদ

    নিউজিল্যান্ড

    মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, টম ল্যাথাম (অ, উ), রস টেইলর, জেমস নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট


    সংখ্যার খেলা 

    • এর আগে ২০১৯ সালে শ্রীলঙ্কা সফরে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছিলেন তামিম ইকবাল, সেবার বাংলাদেশ হয়েছিল হোয়াইট-ওয়াশ। পূর্ণমেয়াদে দায়িত্ব পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার প্রথম অ্যাওয়ে সফরে হোয়াইটওয়াশের শঙ্কা তার সামনে। 


    তারা বলেন 

    যদি আগে ব্যাটিং করি, তাহলে নতুন বল কী করতে পারে সেটি নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের। ট্রেন্ট বোল্ট আছে, যদি টিম সাউদি আসে-- তারা দারুণ পারফরমার। যাতে শুরুতে খুব বেশি ক্ষতি না করতে পারে তারা, সেটি নিশ্চিত করতে হবে আমাদের। যদি বড় স্কোর তাড়া করি, তাহলে পাওয়ারপ্লের সুবিধা নিতে হবে-- একটু ঝুঁকি নেওয়া, কিছু শট খেলা। 

    জন লুইস, বাংলাদেশ ব্যাটিং কোচ