বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে সন্দেহ পাকিস্তান ক্রিকেটারের
শেষ ৩ বলে মাত্র ২ রান দরকার, কিন্ত সেটা আর হলো না। ভারতের সঙ্গে ওই ম্যাচটা আরও অনেক দিন বাংলাদেশের হৃদয় খুঁড়ে বেদনা জাগাবে। কিন্তু এই ম্যাচ নিয়ে এখন অন্যরকম একটা সন্দেহ তুলেছেন সাবেক পাকিস্তান স্পিনার তৌসিফ আহমেদ। তাঁর কথা, আইসিসির অবশ্যই ব্যাপারটা তদন্ত করে দেখা উচিত।
কীভাবে ওই ১ রান নিতে পারলেন না, সেটি এখনো ব্যাখ্যাতীত হয়ে আছে মুশফিকদের কাছে। তৌসিফের কাছে এই ব্যাপারটাই খটকা লেগেছে, "যেভাবে ম্যাচটা শেষ হয়েছে, সেটা আমার কাছে একদমই ঠিক মনে হয়নি। ক্রিকেটীয় যুক্তি দিয়ে আমি কোনোভাবেই বুঝতে পারছি না, বাংলাদেশ ওই ম্যাচটা কীভাবে ভারতের কাছে তুলে দিল।' পাকিস্তানের হয়ে ৩৪টি টেস্ট ও ৭০টি ওয়ানডে খেলেছেন তৌসিফ।
তৌসিফের কথা, বাংলাদেশেরই পর্যায়ে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, "বাংলাদেশ তো কোনো অনভিজ্ঞ দল নয়। ক্রিজে তাদের দুজন অভিজ্ঞ ব্যাটসম্যান ছিল। আমি বুঝতে পারছি না কিছুই। তারা তো টাই করেও বড় শট করার চেষ্টা করতে পারত।"
পাকিস্তান এ দলের কোচ ছিলেন তৌসিফ। তার দাবি, অভিজ্ঞতার জন্যই এই ব্যাপারটা তাকে ভাবাচ্ছে, "আমি জানি না আসলে কী বলা উচিত। সবচেয়ে ভালো হয় যদি আইসিসি এ ব্যাপারে তদন্ত করে। এখন ক্রিকেটে কী হয় আমরা সবাই সেটা জানি, তাই এই ম্যাচটা খতিয়ে দেখা যেতেই পারে।"
সরাসরি কিছু না বললেও, তৌসিফের ইঙ্গিত যে পাতানো ম্যাচের দিকে, সেটা বুঝে নিতে কষ্ট হয় না।