• আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬
  • " />

     

    রোমাঞ্চকর ম্যাচে আফগানদের উইন্ডিজ-জয়

    রোমাঞ্চকর ম্যাচে আফগানদের উইন্ডিজ-জয়    

     

    সংক্ষিপ্ত স্কোরঃ আফগানিস্তান ১২৩/৭, ২০ ওভার (নাজিবুল্লাহ ৪৮*, শাহজাদ ২৪; বদ্রি ৩/১৪); ওয়েস্ট ইন্ডিজ ১১৭/৮, ২০ ওভার (ব্র্যাভো ২৮, চার্লস ২২; নবী ২/২৬)

     

    ফলঃ আফগানিস্তান ৬ রানে জয়ী

     

    ম্যাচসেরাঃ নাজিবুল্লাহ জদরান (আফগানিস্তান)

     

     

    গতকালের বাংলাদেশ বনাম আর নিউজিল্যান্ড আর আজকের ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান ম্যাচদুটোর মাঝে গুণগত কোনো পার্থক্য ছিল না। কিউইদের মতো ক্যারিবিয়রাও তিন ম্যাচ জিতে সেমির টিকিট কেটে ফেলেছিল আগেই। বাংলাদেশের মতো আফগানরাও নেমেছিল নিয়মরক্ষার ম্যাচে সুপার টেন থেকে অন্তত একটি জয় নিয়ে ফিরে যেতে। পার্থক্য হল, বাংলাদেশ যেটা পারে নি, আফগানিস্তান সেটাই করে দেখালো। শেষ ওভারের রোমাঞ্চে ক্যারিবিয়দের জয়রথ থামিয়ে আফগানিস্তান ঘটিয়ে দিলো টুর্নামেন্টের প্রথম এবং বোধকরি শেষ অঘটন।

     

     

     

    ১২৬ রানের জয়ের লক্ষ্যটা পনেরো ওভার শেষেও কঠিন মনে হচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজের জন্য। ৩০ বল থেকে প্রয়োজন ৪০ রান, হাতে আছে ৬টি উইকেট। সতেরোতম ওভারে পরপর দুটো বিমার মেরে আর বলই করতে পারলেন না আফগানিস্তানের অন্যতম সেরা পেসার হামিদ হোসেন। শেষ তিন ওভার থেকে যখন ২৯ রানের প্রয়োজন, তখনও আফগানদের জয় দেখতে পাওয়া কঠিন ছিল। উইকেটে টি-টোয়েন্টির দুই ‘পোস্টার’ ব্যাটসম্যান ড্যারেন স্যামি আর আন্দ্রে রাসেল। তবে চিত্রনাট্যে বদল শুরু মূলত ১৮তম ওভারেই। ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যান রাসেল।

     

     

    পরের ওভারে এক্সট্রা কাভারে ক্যাচ তুলে ফেরেন স্যামিও। আগে-পরে দুটো ছয় মেরে অবশ্য রান আর বলের ব্যবধান নাগালের মধ্যে রাখেন ব্র্যাথওয়েট। শেষ ওভার থেকে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১০ রান। হামিদ হোসেনের বল করতে না পারাটা হয়তো শাপে বর হয়েই এলো আফগানদের জন্য। শেষ ওভারে বল তুলে দেয়া হল অফ স্পিনার মোহাম্মদ নবীর হাতে। প্রথম দুটো বল ডট দিয়ে নবী চাপে ফেলে দেন ব্র্যাথওয়েটকে। তৃতীয় বলটা মুন্সিয়ানার সাথে ঝুলিয়ে দিলেন, ব্র্যাথওয়েট সেটা হাওয়ায় ভাসালেন...লং অনের দিকে বেশ খানিকটা দৌড়ে গিয়ে চোখজুড়নো এক ক্যাচ নিলেন নাজিবুল্লাহ। ক্যাচ তো নয়, ম্যাচটাই তালুবন্দী করলেন জদরান ভদ্রলোক। বাকি দু’ বল থেকে একটি করে রান পরাজয়ের ব্যবধানটাই কেবল কমালো।

     

     

    এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওই নাজিবুল্লাহ জদরানের ব্যাটেই লড়াইয়ের পুঁজি পায় আফগানরা। উইকেটে যখন গেলেন, ৫২ রানে ৪ উইকেট খুইয়ে বসে আছে দল। অপরপ্রান্তে আসা-যাওয়ার মিছিল চললো, নাজিবুল্লাহ একপ্রান্ত আগলে রানের চাকা ঘুরিয়ে গেলেন। নির্ধারিত কুড়ি ওভারের খেলা শেষে দু’ রানের জন্য পাওয়া হল না অর্ধশতকটা। তবে ওই অপরাজিত ইনিংসের পর দুর্দান্ত একটি ক্যাচ, ম্যাচের সেরা জদরানই।