• অন্যান্য
  • " />

     

    কোভিড-১৯ পরিস্থিতিতে স্থগিত পাকিস্তান অ-১৯ দলের বাংলাদেশ সফর

    কোভিড-১৯ পরিস্থিতিতে স্থগিত পাকিস্তান অ-১৯ দলের বাংলাদেশ সফর    

    স্থগিত হয়ে গেছে পাকিস্তান অ-১৯ দলের বাংলাদেশ সফর। বাংলাদেশে কোভিড-১৯ কেসের উর্ধ্বগতির সঙ্গে লকডাউন বাড়ানোর পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পিসিবি। 

    প্রাথমিক সূচি থেকে চারদিন দেরি করে ১৭ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান অ-১৯ দলের, যেটি পিছিয়ে গিয়েছিল নতুন করে দেশ লকডাউনে যাওয়াতে। সিলেট ও ঢাকায় পাঁচটি যুব ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলার কথা ছিল তাদের বাংলাদেশ অ-১৯ দলের সঙ্গে। কোভিড-১৯ বিরতির পর এটি হতো কোনো অ-১৯ দলের প্রথম আন্তর্জাতিক সফর। 

    “যেহেতু বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হয়নি, বাংলাদেশ সরকার লকডাউন বাড়িয়েছে, ফলে পাকিস্তান অ-১৯ দলের সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে”, বিবৃতিতে বলেছে পিসিবি। 

    “দুই বোর্ডই পরিস্থিতির উন্নতি হলে এ সফরের জন্য নতুন উইনডো দেখবে, বিস্তারিত পরে জানানো হবে।” 

    বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড গড়ছে প্রতিদিনই, শনিবারও মারা গেছেন ৭৭ জন, যেটিও এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। ৫ এপ্রিল থেকে নতুন করে এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছিল বাংলাদেশে, ১৪ এপ্রিল থেকে সেটি আবারও আসবে বলে জানানো হয়েছে। 

    কোভিড-১৯ পরিস্থিতিতে এরই মাঝে স্থগিত হয়ে গেছে জাতীয় ক্রিকেট লিগ, যেটি শুরু হয়েছিল এক বছর পর। 

    তবে এরই মাঝে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল, দুটি টেস্ট খেলতে ১২ এপ্রিল সেখানে পৌঁছানোর কথা তাদের। আর বাংলাদেশ সফরে আছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং উইমেন দল।