আফগান-বন্দনায় লারাসহ অন্যরা
গ্রুপের তিন ‘বড়’ দলের বিপক্ষে জয় নিয়ে সেমিফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে তিন ম্যাচ হেরে নিয়মরক্ষার খেলায় মাঠে নেমেছিল আফগানিস্তান। তবে শেষপর্যন্ত সেটা কেবলই আনুষ্ঠানিকতার নামান্তর হয়ে থামে নি। ক্যারিবিয়দের হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম এবং শেষ অঘটনটা ঘটিয়ে গেলো আফগানরাই। সেই সাথে বিশ্বকাপের মতো আসরে আইসিসির ‘দল কমানো’ নীতির সামনে বড় একটা প্রশ্নবোধক এঁকে দিয়ে গেলেন আসগর স্ট্যানিকজাই-মোহাম্মদ নবীরা। ৬ রানের রোমাঞ্চকর জয়ের পর টুইটার ভেসে যাচ্ছে আফগান-বন্দনায়। একইসাথে এমন সম্ভাবনাময় দলগুলো কেন বিশ্বকাপের লড়াইয়ে স্থায়ী জায়গা পাচ্ছে না, সে প্রশ্নটাই সামনে তুলে আনছেন সাবেক ক্রিকেট তারকাদের কেউ কেউ।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন যেমন ক্রিকেট কর্তাদের কাছে অনেকটা মিনতি করেই বিশ্বকাপ-নীতি নিয়ে নতুন করে ভাবতে বললেন, “অসাধারণ...দারুণ দেখালে আফগানিস্তান! আইসিসি, দয়া করে একটু মত বদলানো যায় কিনা দেখো।”
ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারা বলছেন জয়টা প্রাপ্য ছিল আফগানদের, “পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ খেলে প্রাপ্য জয়টাই তুলে নিল তাঁরা। অভিনন্দন!”
ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংস লিখেছেন ভনের সুরেই, “ব্যাপারটা দুঃখজনক যে এটাই হতে পারে বিশ্বকাপের মাঠে আফগানিস্তানের শেষ ম্যাচ। খেলাটির জন্য এটা মোটেও ইতিবাচক কিছু নয়।”
আফগান পেসার হামিদ হাসানে মুগ্ধতা প্রকাশ করেছেন সম্প্রতি অবসরে যাওয়া অজি পেসার মিচেল স্টার্ক, “হাসান আর তাঁর পেসে মুগ্ধ। দুটো নো বল দেয়াটা দুর্ভাগ্যজনক ছিল। তারপরও বলবো, সময়টা উপভোগ করো।”
অভিনন্দন জানিয়ে টুইট করেছেন অনিল কুম্বলে, রাসেল আর্নল্ড, মার্ক বাউচার, অ্যান্ড্রু ফ্লিনটফ, মিচেল স্টার্কসহ আরও অনেকে।
আজকের ম্যাচে দেখার মতো ছিল ওয়েস্ট ইন্ডিজের প্রতিটি উইকেট পতনের পর আফগানদের উদযাপনটাও। এবারের বিশ্বকাপে ক্যারিবিয়দের ‘ট্রেডমার্ক’ উদযাপনটাই বারবার তাঁদের ফিরিয়ে দিলেন মোহাম্মদ শেহজাদরা। প্রখ্যাত ক্যারিবিয়ান ভাষ্যকার ইয়ান বিশপ যেমন লিখেছেন, “দুনিয়াজুড়ে বিনোদন দেয়ার মতো ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ শেহজাদ উপরের দিকেই থাকবে। চরিত্র বটে একটা!”
আফগানদের এমন উদযাপন দেখার জন্য হলেও তাঁদেরকে আগামী বিশ্বকাপে চান মাইকেল ভন, “ক্রিকেটের কথা বাদই দিলাম...আফগানদের উদযাপন দেখার জন্য হলেও তাঁদেরকে আগামী বিশ্বকাপে পাবার প্রচারণায় নামতে চাই।”