শীর্ষে থেকেই শেষ করলেন ওয়াটসন
বিশ্বকাপজুড়ে দারুণ পারফর্ম করেও দলকে শেষ চারে নিয়ে যেতে পারেন নি। আগেই জানিয়ে দিয়েছিলেন, এই টুর্নামেন্ট শেষেই বিদায় বলবেন। ভারতের বিপক্ষে ম্যাচটিই তাই হয়ে গেলো তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সেই সাথে অবসরে চলে গেলেন অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের সর্বশেষ ক্রিকেটারটিও। তবে শেষটা টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই করলেন শেন ওয়াটসন। একইসাথে টি-টোয়েন্টি ব্যাটসম্যান র্যাঙ্কিংয়েও দশ নম্বরে থেকে বিদায় নিলেন তিনি।
এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম দুটো ম্যাচে ইনিংস উদ্বোধনে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ আর বাংলাদেশের বিপক্ষে ২১ রান করেন ওয়াটসন। শেষ দুই ম্যাচে পাকিস্তান আর ভারতের বিপক্ষে পজিশন বদলে নামেন ছয় নম্বরে। পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৪৪ রানের পর ভারতের বিপক্ষেও অপরাজিত থাকেন ১৮ রান নিয়ে। চার ম্যাচ থেকে ওয়াটসন উইকেট নিয়েছেন ৫টি।
প্রায় এগারো হাজার আন্তর্জাতিক রানের মালিক ওয়াটসন ক্যারিয়ারজুড়ে তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে উইকেট নিয়েছেন ২৯১টি।
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ওয়াটসনের পর দ্বিতীয় অবস্থানটি অক্ষুণ্ণ রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তাঁর পর তৃতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি।
এশিয়া কাপে সপ্রতিভ পারফরম্যান্স দেখিয়ে টি-টোয়েন্টি বোলার র্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে আসা আল-আমিন হোসেন বিশ্বকাপে নিষ্প্রভতায় নেমে গেছেন সতেরো নম্বরে। এই র্যাঙ্কিংয়ে আট নম্বরে থাকা সাকিব নেমে গেছেন তেরোতে।
বিশ্বকাপে নিজেকে আরও একবার চিনিয়ে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান বোলারদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক লাফে ২১ ধাপ উঠে এসেছেন ১৯ নম্বরে।
টি-টোয়েন্টি ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে বাংলাদেশীদের মধ্যে সবার উপরে থাকা সাব্বির রহমান দুই ধাপ এগিয়ে এখন আছেন ১৬ নম্বরে। এই র্যাঙ্কিংইয়ে দুই ধাপ এগিয়েছেন সাকিবও, তাঁর অবস্থান এখন সাতাশ।