• আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬
  • " />

     

    দ্রুতই তাসকিনকে ফিরতে দেখছেন স্ট্রিক

    দ্রুতই তাসকিনকে ফিরতে দেখছেন স্ট্রিক    

    খবরটা যে তাঁর কাছেও চমক হয়ে এসেছিল, সেটা হিথ স্ট্রিক নিজেই স্বীকার করলেন। কম তো নয়, বছর দেড়েকেরও বেশি সময় থেকে দেখছেন তাসকিন আহমেদকে। স্ট্রিক নিজে পেসার ছিলেন, বোলিং কোচ হিসেবে তাসকিনের সঙ্গেও কম সময় কাটাননি।  নিষেধাজ্ঞার ঘোষণায় বিস্মিত হলেও স্ট্রিক আত্মবিশ্বাসী, খুব শিগগিরই তাসকিন আবার ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে।

     

    কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, সেই ফেরাটা কবে? এই মুহূর্তেই ফিরতে হবে, এমন চাপ নেই। মাসদুয়েকের মধ্যে বাংলাদেশ দলের কোনো সফরও নেই নির্ধারিত সূচিতে। স্ট্রিক মনে করছেন, মাসখানেক পরেই তাসকিন পরের পরীক্ষাটা দিতে পারবেন, “আমার তাড়াহুড়ো নেই। তবে আমার মনে হয় এর পরের পরীক্ষা দিতে ওর এক মাস থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। কিন্তু সেখানে পাঠানোর আগে আমাদের শতভাগ আত্মবিশ্বাসী থাকতে হবে।” তাসকিন যে উৎরে যাবেন, সে ব্যাপারেও সন্দেহ নেই স্ট্রিকের, “আমার মনে হয় না এটা ওর জন্য বড় কোনো পরীক্ষা হবে। সে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবে। যেসব জিনিস ঠিক করা দরকার সেসবের সঙ্গেও ও মানিয়ে নিতে পারবে। এরপর যখন সবকিছু ঠিক থাকবে, ও পরীক্ষা দিতে যেতে পারে।”

     

    তাসকিনের অ্যাকশনের ব্যাপারে প্রশ্ন ওঠায় স্ট্রিক একটু বিস্মিত, “আমি যখন থেকে ওর সঙ্গে কাজ শুরু করেছি, এর পর ওর অ্যাকশন খুব একটা বদলায়নি। কখনোই এ নিয়ে সন্দেহ হয়নি, এজন্যই অবাক হইনি। ওর সব ফাস্ট বলই বৈধ। সমস্যা হয়েছে ওর স্লো বাউন্সার নিয়ে। এটা ক্লান্তি থেকেও হতে পারে। আমার মনে হয় না এটা বড় কোনো সমস্যা হবে।  আর ১৫ ডিগ্রি খুবই কম একটা ব্যবধান। সে ৪০টি বল করেছে, সেখানে তিনটি অবৈধ হয়েছে। এটা তেমন কোনো ব্যাপার নয়। আশা করি, ও ফিরতে বেশি সময় নেবে না।”