• আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬
  • " />

     

    'ভুল সময়ে ভুল গুলিটা ছুঁড়েছেন'

    'ভুল সময়ে ভুল গুলিটা ছুঁড়েছেন'    

    বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, সীমিত ওভারের সব টুর্নামেন্টই জেতা হয়ে গেছে তাঁর। ঘরের মাটির টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হচ্ছে ভারতকে, মাহেন্দ্র সিং ধোনী কি এখনও খেলা চালিয়ে যাওয়ার কথা ভাবছেন? এমন প্রশ্ন করেছিলেন স্যামুয়েল ফেরিস। ফেরিস ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে কাজ করেন। তাঁকে দিয়েই তাঁর প্রশ্নের জবাবটা দিয়ে নিয়েছেন ধোনী!

     

    সেমিফাইনাল শেষের সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতীয় অধিনায়ক। ফেরিস প্রশ্ন করার পর উত্তর দেওয়ার বদলে তাঁর পাশে গিয়ে বসতে বলেন, কিছুটা অপ্রস্তুত ফেরিসকে একটু পর যেতেই হয়। তাঁকে নিজের পাশে নিয়ে বসিয়ে ধোনী সহাস্যে প্রশ্ন করেছেন, ‘আপনি কি চান, আমি অবসরে যাই?’ অপ্রস্তুত ফেরিস ‘না’ বলার পরই ধোনী বলেছেন, কোনো ভারতীয় সাংবাদিক এমন প্রশ্ন করলে তাঁকে বলবেন, ‘আপনার কি কোনো উইকেটকিপার ছেলে আছে, যে ভারতের হয়ে খেলার মতো বয়স্ক? অথবা ভাই?’

     

     

    #WT20: MS Dhoni invites reporter on stage, engages in a friendly banter#MahendraSinghDhoni #Dhoni #IndvsWI

    Posted by The Times of India on Thursday, March 31, 2016

     

    তবে ফেরিসকে তো সে প্রশ্ন করার সুযোগ নেই! তিনি তাই জিজ্ঞাসা করেছেন, ‘আপনার কি মনে হয়, আমি আনফিট?’ ফেরিস আবারও ‘না’ বলেছেন। তাঁকে ম্যাচে দৌড়াতে দেখেছেন, ধোনী যে এখনও বেশ দ্রুতই দৌড়ান, বলেছেন তাও।

     

    এরপরই যেন নিজের মোক্ষম প্রশ্নটা ছুড়েছেন ‘প্রশ্নকর্তা’ ধোনী, ‘আপনার কি মনে হয়, আমি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত টিকে যেতে পারবো?’ ফেরিস কিছুটা সময় নিয়েই বলেছেন, ‘হ্যাঁ, নিশ্চয়ই!’

     

    ‘আমি ভেবেছিলাম কোনো ভারতীয় সাংবাদিক এ প্রশ্নটা করবেন। এরপর আমি তাঁকে জিজ্ঞাসা করবো, তাঁর কোনো ছেলে আছে কিনা, যে উইকেটকিপার এবং ভারতের হয়ে খেলতে পারে। তিনি “না” বলার পর জিজ্ঞাসা করবো, তাহলে কি কোনো ভাই আছে এমন?’

     

    যেহেতু নেই, সেহেতু ধোনীই তো এখনও ভারতের জন্য উপযুক্ত!

     

    ফেরিসকে অবশ্য এটিও মনে করিয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক, ‘আপনি ভুল সময়ে ভুল গুলি ছুঁড়েছেন!’

     

    তা ফেরিস যে ‘গুলি’ই ছুঁড়ুন, ধোনীর ‘রসাত্মক গুলি’টা নিশ্চয়ই অনেকদিন মনে রাখবেন ফেরিস! তবে সে সুযোগটাই যে এখনও পাননি তিনি! সংবাদ সম্মেলনের শেষে তাঁকেই ঘিরে ধরেছিল ভারতীয় সংবাদমাধ্যম!