টুইট করে বিপাকে মুশফিক
ভারতকে ৭ উইকেটে হারিয়ে মাত্রই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তাঁর টুইটার পেজে সেলফি একটা পোস্ট করলেন, "আহ, কী সুখ। ভারত সেমিফাইনালে হেরে গেছে, হাহা হা!" পেছনে ধোনির ম্যাচের পর কথা বলার একটি ছবি।
পরে এই টুইট নিয়ে তুমুল শোরগোল। অন্যান্য দেশের অনেকেই মুশফিকের এই টুইটকে নিয়ে বিদ্রুপ করা শুরু করেন। কেউ কেউ লেখেন, মুশফিক ভারতের সঙ্গে হেরে যাওয়ার দুঃখ ভুলতে পারেননি সেটা বুঝিয়ে দিয়েছেন। ক্রিকইনফোর সাংবাদিক পিটার ডেলা পেন্না ও সুভাষ জয়ারমনসহ অনেকেই এটা নিয়ে টুইট করেছেন। এর মধ্যে জয়ারমনের টুইটটা ছিল এরকম, "মুশফিককে দেখে ভেবেছিলাম ওর বয়স ১০ বছর। এখন দেখছি ওর কাজকর্মও ওরকম।"
পরে অবশ্য মুশফিক তাঁর টুইট মুছে ফেলেছেন। ক্ষমা চেয়ে লিখেছেন, সবার কাছে দুঃখিত। আমি আসলে ওয়েস্ট ইন্ডিজের সমর্থক হিসেবে কথাগুলো লিখেছিলাম। তবুও কাউকে আঘাত করে দুঃখিত।
কিন্তু মুশফিকের ওই টুইট নিয়ে এর মধ্যে সরগরম ভারতীয় প্রচারমাধ্যম। ফার্স্টপোস্ট, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ আরও অনেক ভারতীয় ওয়েবসাইট ফলাও করে খবরটা ছেপেছে।