স্যামিদের 'নির্বোধ' বলে ক্ষমা চাইলেন নিকোলাস
কলামটি লেখা হয়েছিল বিশ্বকাপ শুরুর আগে। পুরো টুর্নামেন্টে এ নিয়ে কোনো কথা বলেন নি ওয়েস্ট ইন্ডিজের কেউ। তবে শিরোপা নির্ধারণী লড়াইয়ে নামার আগে ক্যারিবিয়ান ক্যাপ্টেন আবেগে আর বাঁধ দিয়ে রাখেন নি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সরাসরিই জানিয়ে দেন যে সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক নিকোলাসের কলামে তাঁর দলের খেলোয়াড়দের ‘নির্বোধ’ বলাটা মোটেও ভালোভাবে নেন নি তাঁরা। ড্যারেন স্যামির আবেগেপূর্ণ ওসব কথা ছুঁয়ে যায় ক্রিকেট দুনিয়াকে, সামাজিক গণমাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। সেই ‘নির্বোধ’রাই শেষ পর্যন্ত বিশ্বকাপ শিরোপাটাও জিতে নেয়ার পর স্যামিদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন নিকোলাস।
[ছবি সৌজন্যঃ পিটিআই]
ক্রিকইনফোতে আজ প্রকাশিত নিকোলাসের নতুন ওই কলামে তিনি দাবী করেছেন, লোকজন ব্যাপারটাকে যেভাবে নিয়েছে তিনি আসলে সে অর্থে ক্যারিবিয় ক্রিকেটারদের ‘মাথায় কিছু নেই’ বলেন নি। তবে যে অর্থেই বলেছেন, এমন বিশেষণ যে স্যামিদের সাথে যায় না সেটা স্বীকার করে নিয়েছেন নিকোলাস, “ড্যারেন স্যামি যাকে আমি সর্বোচ্চ শ্রদ্ধা করি, তাঁর দল ও দলের সকল কোচিং স্টাফদের কাছে আমি নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।”
‘নির্বোধের দল যারা কেবল আইপিএলটাই খেলতে জানে…”- তাঁর এমন মন্তব্যের ব্যাখ্যা দিলেও ভাষার এমন ব্যবহার যে একেবারেই অযাচিত এবং অনর্থক ছিল সেটি অকপটে স্বীকার করে নিচ্ছেন তিনি, “বলার অপেক্ষা রাখে না যে ওয়েস্ট ইন্ডিজ নির্বোধের দল নয়। আসলে ওই লেখাটা লেখার সময় আমার মাথায় দুটো ব্যাপার কাজ করছিল, প্রথমত গত বিশ্বকাপ ও এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের তরুণ অধিনায়ক জেসন হোল্ডার তাঁর সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পান নি বলে মনে হয়েছিল। আর দ্বিতীয়ত, আইপিএল তো তাঁরা খেলেই, সে সুবাদে (ভারতের মাঠের বিশ্বকাপে) তাঁরা অবশ্যই বাড়তি সুবিধা পাবে- এটাই বোঝাতে চেয়েছিলাম। তবে ওটা স্রেফ কথার কথাই ছিল, খুব ভেবেচিন্তে বলা কিছু নয়। এবং সত্যি বলতে একেবারেই অবিবেচকের মতো কাজ ছিল, আমি আসলে সবার কথা চিন্তা করে সেটা লিখি নি।...যাই হোক, আমি এর জন্য অনুতপ্ত এবং ক্ষমাপ্রার্থী।”