ডিপিএলে প্রশ্নবিদ্ধ চার বোলারের অ্যাকশন
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনেই প্রশ্নবিদ্ধ হয়েছে চার স্পিনারের বোলিং অ্যাকশন। এদের মধ্যে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দুইজন এবং আবাহনী ও প্রাইম দোলেশ্বরের আছেন একজন করে। তবে বিসিবির তরফে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসা পর্যন্ত প্রশ্নবিদ্ধরা খেলা চালিয়ে যেতে পারবেন।
প্রশ্নবিদ্ধ চার বোলার হচ্ছেন গাজী গ্রুপের অফস্পিনার মুস্তাফিজুর রহমান বাশার ও বাঁহাতি স্পিনার মঈনুল ইসলাম, আবাহনীর বাঁহাতি স্পিনার অমিত কুমার নয়ন এবং প্রাইম দোলেশ্বরের বাঁহাতি স্পিনার রেজাউল করিম। এদের মধ্যে গাজী গ্রুপের দু’জন মুস্তাফিজ ও মঈনুলের লিস্ট ‘এ’ অভিষেক হয়েছে গতকালই, প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে। বলও করেছেন ভালো, মঈনুল দুটি আর মুস্তাফিজ একটি উইকেট নিয়েছেন।
আবাহনীর অমিত লিস্ট ‘এ’-তে উনিশটি ম্যাচ খেলে ফেলছেন। ইতিপূর্বেও তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। আর রেজাউল ৪৩টি লিস্ট ‘এ’ ম্যাচের পাশাপাশি খেলেছেন ২২টি প্রথম শ্রেণীর ম্যাচও। গতকাল ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তাঁর বিরুদ্ধে ২০০৬-০৭ মৌসুমেও সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছিল। তবে পরের মৌসুমগুলোতে তিনি ফের বোলিং করার অনুমতি পান।