নাসিরের সেঞ্চুরিতে রংপুরের লড়াই
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে)
ঢাকা মেট্রো –বরিশাল
মেট্রো ২৯২ অলআউট (মেহরাব জুনিয়র ৬১, মারুফ ৫৬; মনির ৫/৫১)
বরিশাল ৫০ ওভারে ১৬৫/৫ (আল আমিন ৪৫*, মনির ৪০*; সানি ২/৩৬)
ঢাকা বিভাগ- খুলনা
ঢাকা ৩৬৬ অলআউট (রকিবুল ১১১, সাইফ ১০৯; রাজ্জাক ৫/১০৩)
খুলনা ৪৫.৫ ওভারে ১৯৫/৫ (তুষার ৭১*, মেহেদী ৩৭; সাব্বির ২/২৬)
চট্টগ্রাম-রাজশাহী
চট্টগ্রাম ৩১৫ অলআউট (তাসামুল ১০৪, ইরফান ৯০; সাকলাইন ৫/৫৪)
রাজশাহী ৬৮ ওভারে ২২৩/৮ (জহুরুল ৯০, জুনায়েদ ৬২; কামরুল ৩/৬৯)
সিলেট-রংপুর
সিলেট ২৭২ অলআউট (জাকের ৮৮, রাহাত ৩৬; সোহরাওয়ার্দী ৩/৭২)
রংপুর ৫৪ ওভারে ১৭৫/৫ (নাসির ১০৫* ধীমান ২৬; খালেদ ৪/৩৭)
বিপিএলে দল শিরোপা জিতলেও খুব একটা ভালো করতে পারেননি নাসির হোসেন। নিউজিল্যান্ড সফরের দলেও জায়গা হয়নি। তবে জাতীয় লিগে দুর্দান্ত সেঞ্চুরিতে আজকের দিনটা নিজের করে রাখলেন। দিনশেষে ১৬০ বলে ১০৫ রান করে অপরাজিত থাকা নাসিরের জন্যই ম্যাচে টিকে আছে রংপুর। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের ৫ম সেঞ্চুরি হাঁকানোর পথে ১৪ চারের পাশাপাশি ৬ মেরেছেন একটি।
নাসিরের ফেরার দিনে সেঞ্চুরির খুব কাছে গিয়েও (৮৮) আউট হয়েছেন সিলেটের অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় জাকের আলী। দুর্ভাগ্যের শিকার হয়েছেন রাজশাহী ওপেনার জহুরুল ইসলামও (৯০)। তবে গতদিনের পুঁজির সাথে ২০ রান যোগ করে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিয়েছেন চট্টগ্রামের তাসামুল হক। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ঢাকার সাইফ হাসানও পেয়েছেন প্রথম শ্রেণীতে নিজের প্রথম সেঞ্চুরি। গত সপ্তাহেই প্রথম শ্রেণীতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়া তুষার ইমরান দারুণ খেলছেন এই ম্যাচেও। দিনশেষে অপরাজিত আছেন ৭১ রানে।
তিন সেঞ্চুরির দিনে জাতীয় লিগ দেখেছে তিন ৫ উইকেটও। বরিশালের মনির হোসেন, খুলনার আবদুর রাজ্জাক আর রাজশাহীর সাকলায়েন সজীব পেয়েছেন ৫ উইকেট। ৬ ম্যাচের প্রথম শ্রেণী ক্যারিয়ারে সিলেটের খালেদ আহমেদও পাচ্ছেন প্রথম ৫ উইকেটের সুবাস।