• ঢাকা প্রিমিয়ার লিগ
  • " />

     

    শেষ বলে ছক্কায় টাই তাইজুলের

    শেষ বলে ছক্কায় টাই তাইজুলের    

    শেষ বলে দরকার ছিল ১৩ রান। প্রথম বলে আবু হায়দার রনি কোনো রান নিতে পারলেন না, পরের বলে হলো ওয়াইড। কামরুল ইসলাম রাব্বির পরের বলে রনি নিলেন ১ রান, স্ট্রাইক পেলেন তাইজুল। পরের বলে তাইজুল ২ রান নিয়ে আবার স্ট্রাইক নিজের কাছে নিলেন। পরের দুই বলে হলো ২ রান। শেষ বলে টাই করার জন্য দরকার ৬ রান। কী অবিশ্বাস্য, সেটিই নিয়ে নিলেন তাইজুল। শেষ উইকেটে ৩১৪ রানের লক্ষ্য তাড়া করে অবিশ্বাস্যভাবে টাই করে ফেললেন।

     

    প্রিমিয়ার লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ আজ জন্ম দিয়েছে এই নাটকের। তার আগে সকালটা নিজের করে নিয়েছিলেন আল আমিন। ভিক্টোরিয়ার হয়ে ব্যাট করতে নেমে পেয়েছেন লিস্ট এ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ভিক্টোরিয়াও ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ৩১৪। ১০৩ রানের ইনিংসে ১১টি চারের পাশাপাশি আল আমিন মেরেছেন একটি ছয়ও।

     

    ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সৌম্য, জহুরুল ও জুনায়েদকে হারিয়ে ফেলে রূপগঞ্জ। ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর রূপগঞ্জ হেরে যাবে বলেই মনে হচ্ছিল। এরপর হাল ধরেছেন মোশাররফ হোসেন। অষ্টম উইকেটে নাহিদুল ইসলামকে নিয়ে করেছেন ১০৯ রান। শেষ পর্যন্ত অবশ্য দুজনেই আউট হয়ে গেছেন। ২৯০ রানে নবম ব্যাটসম্যান হিসেবে যখন মোশাররফ আউট হয়ে গেলেন, মনে হচ্ছিল ম্যাচটা রূপগঞ্জ হেরেই গেছে। কে জানত, শেষ উইকেটে এমন অবিশ্বাস্য একটা চমক দেখাবেন তাইজুল!