• ঢাকা প্রিমিয়ার লিগ
  • " />

     

    এক ইনিংসে পাঁচ রান আউট !

    এক ইনিংসে পাঁচ রান আউট !    

    শেষ তিন বলে দরকার আট রান, হাতে আছে চার উইকেট। এমন অবস্থায় আজ ঢাকা প্রিমিয়ার লিগে যা হলো, ক্রিকেট ইতিহাসেই সেটি বিরল। শেষ তিন বলে রান আউট হয়ে গেলেন তিন জন। সব মিলিয়ে কলাবাগানের ওই এক ইনিংসেই রান আউট হয়ে গেছেন পাঁচ জন। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে এর চেয়ে বেশি রান আউটের রেকর্ড নেই!

     

    শুরুটা হয়েছিল হ্যামিল্টন মাসাকাদজাকে দিয়ে। প্রাইম দোলেশ্বরের সঙ্গে ম্যাচে ৬ রান করেই রান আউট হয়ে গিয়েছিলেন জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান। এর পর ৪৪ রান করে রান আউট হয়ে যান তাসামুল হকও । কিন্তু দোলেশ্বরের ২৮৭ রান তাড়া করে কলাবাগান ম্যাচটা শেষ পর্যন্ত জিতে যাবে বলেই মনে হচ্ছিল। শেষ ওভারে দযখন ৯ রান দরকার, তখন হাতে ৪ উইকেট। সবচেয়ে বড় কথা, ক্রিজে মেহরাব হোসেন জুনিয়র ৮৪ রান নিয়ে অপরাজিত। আর অন্য প্রান্তে মাশরাফি বিন মুর্তজার রান ৮ বলে ১২। কিন্তু আল আমিনের প্রথম দুই বলে কোনো রানই নিতে পারলেন না মেহরাব। পরের বলে মেহরাব এক রান নিয়ে ক্রিজে মাশরাফি। চতুর্থ বলে দুই রান নিতে গিয়ে আউট মেহরাব, ক্রিজে আবার মাশরাফি। পরের বলে আবারও দুই রান নিতে গিয়ে আউট দেওয়ান সাব্বির। কী অবিশ্বাস্য, শেষ বলেও ওই দুই রান নিতে গিয়েই আউট। এবার শিকার মাশরাফি। ম্যাচটা শেষ পর্যন্ত ৪ রানে হেরে গেছে কলাবাগান।

     

    টেস্ট ক্রিকেটে এক ইনিংসে কখনো চার বারের বেশি রান আউট দেখেনি। আর ওয়ানডে ক্রিকেটে সেটি হয়েছে দশবার। প্রথমবারের ঘটনাটাই সবচেয়ে বিখ্যাত। ১৯৭৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ২৯১ রান তাড়া করতে গিয়ে রান আউট হয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার পাঁচজন। এর পর আরও নয়বার ওই ঘটনা দেখেছে ওয়ানডে। তবে শেষ চার বলে চারটি রান আউটও দেখেছে ওয়ানডে ক্রিকেট। ২০১১ বিশ্বকাপে হল্যান্ড ও আয়ারল্যান্ডের ম্যাচেই ঘটেছিল ওই ঘটনা। শেষ ওভারের তৃতীয় বলে রান আউট হয়ে গিয়েছিলেন হল্যান্ডের বুরম্যান। পরের তিন বলে আরও তিন জন রান আউট!