• ঢাকা প্রিমিয়ার লিগ
  • " />

     

    হ্যাটট্রিক গড়ে শরীফের ইতিহাস

    হ্যাটট্রিক গড়ে শরীফের ইতিহাস    

    পাদপ্রদীপের আলো থেকে চলে গেছেন অনেক আগেই। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন সেই ২০০৭ সালে। তবে ঘরোয়া লিগে মোহাম্মদ শরীফ এখনও বড় ভরসা হয়ে আছেন। এই ৩২ বছর বয়সে এসে এবার আরেকটি কীর্তি গড়লেন। গাজী গ্রুপের হয়ে আজ ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিক। লিস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটে হ্যাটট্রিক বাংলাদেশের আর কেউ করতে পারেননি।

     

    ৩৪ তম ওভারে যখন বোলিং করতে এলেন, শেখ জামাল ধানমন্ডির রান তখন ৩ উইকেটে ১৪৮ রান। প্রথম দুই বলে হলো এক রান। তৃতীয় বলে আউট মাহমুদউল্লাহ, ক্যাচ দিলেন সাঈদ আনোয়ারকে। শরীফের পরের বলে বোল্ড হয়ে গেলেন জাবিদ হোসেন। এর পরের বলে নাজমুস সাদাত হলেন এলবিডব্লু, হ্যাটট্রিক পেয়ে গেলেন শরীফ। কী আশ্চর্য, চতুর্থ বলে আবারও আউট। মুকতার আলীর উইকেট অবশ্য শরীফ পাননি, তিনি রান আউট হয়েছেন। এক ওভারের মধ্যেই শেখ জামাল হয়ে গেল ৬ উইকেটে ১৪৯ রান।

     

    এখানেই শেষ নয়, পরে শরীফ পেয়েছেন আরেকটি উইকেট। ৩৮তম ওভারের দ্বিতীয় বলে ফিরিয়ে দিয়েছেন সোহাগ গাজীকে। শেহশ পর্যন্ত তাঁর বোলিং দাঁড়িয়েছে ৮ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট।

     

    ২০১১ সালে জাতীয় লিগে বরিশালের বিপক্ষে নিজের প্রথম হ্যাটট্রিক পেয়েছিলেন শরীফ। হ্যাটট্রিক উইকেট পেয়েছিলেন জাভেদ ওমরকে আউট করে, সেটি ছিল আবার জাভেদের শততম ম্যাচ। এবারের লিগে অবশ্য খুব বেশি আলো ছড়াতে পারছিলেন না, প্রথম ৬ ম্যাচে পেয়েছেন ৬ উইকেট। এবার হ্যাটট্রিক করে জানিয়ে দিলেন, এখনো শেষ হয়ে যাননি!