• আইপিএল ২০২৩
  • " />

     

    সাকিব-লিটনকে কলকাতা, দিল্লি ছাড়ল মোস্তাফিজকে : নিলামের আগে কোন দল কেমন হলো?

    সাকিব-লিটনকে কলকাতা, দিল্লি ছাড়ল মোস্তাফিজকে : নিলামের আগে কোন দল কেমন হলো?    

    আসছে আইপিএলের ১৭-তম আসর। মাঠে গড়ানোর বাকি আরো মাস চারেক। এর আগেই দল গোছানোর তোরজোড় শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অনেক পুরনো ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে কোনো ফ্র্যাঞ্চাইজি। আবার দলের পুরনো অনেক সেনানীদের ধরেও রেখেছে। ট্রেডিং ইন পদ্ধতিতে একদল থেকে অন্য দলেও গেছেন অনেক ক্রিকেটার। তবে সাকিব আল হাসান ও লিটন দাসকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। একইসাথে মোস্তাফিজুর রহমানকেও ধরে রাখেনি তার ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।

    এবার এক নজরে দেখে নিন, নিলামের আগে কেমন হলো কোন দল...

     

    রাজস্থান রয়্যালস

    ধরে রেখেছে যাদের

    সাঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, শিমরন হেটমায়ার, যশ্বসী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ডোনোভান ফেরেইরা, কুনাল রাথোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নবদ্বীপ সাইনি, প্রসিধ কৃষ্ণ, সন্দ্বীপ শর্মা,  ট্রেন্ট বোল্ট, যুঝভেন্দ্র চাহাল, অ্যাডাম জ্যাম্পা, আভেশ খান (লক্ষনৌ থেকে)

    ছেড়ে দিয়েছে যাদের

    জো রুট, আব্দুল বাসিথ, জেসন হোল্ডার, আকাশ ভশিষ্ট, কুলদীপ যাদব, ওবেদ ম্যাককয়, মুরুগান অশ্বিন,  কেসি কারিয়াপ্পা, কেএম আসিফ

     

     

    দিল্লি ক্যাপিটালস

    ধরে রেখেছে যাদের

    রিশাভ পান্ট, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, অভিষেক পোরেল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, মিচেল মার্শ, ইয়াশ ধুল , প্রভীন দুবে , ভিকি অস্টওয়াল, আইনরিখ নরকিয়া , কুলদীপ যাদব, লুঙ্গি এনগিদি, খলিল আহমেদ, ইশান্ত শর্মা, মুকেশ কুমার।

    ছেড়ে দিয়েছে যাদের 

    রাইলি রুশো, চেতন সাকারিয়া, রভম্যান পাওয়েল, মনিশ পান্ডে,  ফিল সল্ট, মোস্তাফিজুর রহমান, কমলেশ নাগারকোটি, রিপাল প্যাটেল, সরফরাজ খান, আমান খান, প্রিয়ম গার্গ

     

    চেন্নাই সুপার কিংস

    ধরে রেখেছে যাদের

    মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোড়, আজিঙ্কা রাহানে, শেখ রাশিদ,  রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, মঈন আলী, শিভাম দুবে. নিশান্ত সিন্ধু, অজয় মন্ডল, রাজবর্ধন হাঙ্গারগেকার, দীপক চাহার, মাহিশ থিকশানা, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলানকি, সিমারজিৎ সিং, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা। 

    ছেড়ে দিয়েছে যাদের 

    বেন স্টোকস, আম্বাতি রায়ুডু, ডোয়াইন প্রিটোরিয়াস, ভগত ভার্মা, শুভ্রাংশু সেনাপতি, আকাশ সিং, কাইল জেমিসন, সিসান্দা মাগালা 

     

    কলকাতা নাইট রাইডার্স 

    ধরে রেখেছে যাদের

    নিতিশ রানা, রিংকু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার, জেসন রয়, সুনিল নারাইন, সুয়াশ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, ভৈভব অরোরা, বরুন চক্রবর্তী

    ছেড়ে দিয়েছে যাদের

    সাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড ভিসা, নারায়ণ জগদ্দিশান, মানদ্বীপ সিং, কুলওয়ান্ত খেজরোলিয়া , শার্দুল ঠাকুর, লোকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস

     

    সানরাইজার্স হায়দরাবাদ

    ধরে রেখেছে যাদের

    আব্দুল সামাদ, এইডেন মার্করাম (অধিনায়ক) , রাহিল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস ,হাইনরিখ ক্লাসেন , মায়াঙ্ক আগারওয়াল, আনমোলপ্রীত সিং, উপেন্দ্র যাদব, নিতিশ রেড্ডি, শাহবাজ আহমেদ (বেঙ্গালুরু থেকে), অভিষেক শর্মা, মার্কো ইয়ানসেন, ওয়াশিংটন সুন্দর, সানভির সিং, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, মায়াঙ্ক মারকান্ডে, উমরান মালিক, ফজলহক ফারুকী

    ছেড়ে দিয়েছে যাদের

    হ্যারি ব্রুক, সামার্থ ব্যস, কার্তিক তিয়াগি, ভিভ্রান্ত শর্মা, আকিল হোসেন , আদিল রশিদ।

     

    লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

    ধরে রেখেছে যাদের

    লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, কাইল মায়ার্স, মার্কাস স্টয়নিস, দীপক হুডা, দেভদূত পাডিক্কাল (রাজস্থান থেকে), রবি বিষ্ণয়, নাভিন উল হক, ক্রুনাল পান্ডিয়া, যুদ্ধবীর সিং, প্রেরক মানকাড, ইয়াশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব, মহসিন খান 

    ছেড়ে দিয়েছে যাদের

    জয়দেভ উনাদকাট, ড্যানিয়েল স্যামস, মনন ভোহরা, স্বপ্নীল সিং, কারান শর্মা, অর্পিত গুলেরিয়া, সূরিয়ানশ শেগড়ে, করুন নায়ার। 

     

    গুজরাট টাইটান্স

    ধরে রেখেছে যাদের

    ডেভিড মিলার, শুভমান গিল, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেইন উইলিয়ামসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নলকান্ডে, বিজয় শংকর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মোহাম্মদ শামি, নূর আহমাদ, সাই কিশোর রশিদ খান, জশ লিটল, মোহিত শর্মা 

    ছেড়ে দিয়েছে যাদের 

    ইয়াশ দয়াল, কেএস ভারত, শিভাম মাভি,  উরভিল প্যাটেল, প্রদীপ সাঙ্গওয়ান, ওডিয়েন স্মিথ, আলঝারি জোসেফ, দাসুন শানাকা । 

     

    মুম্বাই ইন্ডিয়ান্স

    ধরে রেখেছে যাদের

    রোহিত শর্মা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিষান,তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, ক্যামেরন গ্রিন, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জাসপ্রিত বুমরাহ, কুমার কার্তিকেয়া, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহেরেনডর্ফ, রোমারিও শেফার্ড  (লক্ষ্ণৌ থেকে)

    ছেড়ে দিয়েছে যাদের

    আরশাদ খান, রমনদ্বীপ সিং, হৃতিক শোকিন, রাঘব গোয়েল, জফরা আর্চার, ত্রিস্তান স্টাবস, ডুয়ান ইয়ানসেন , ঝাই রিচার্ডসন , রাইলি মেরেডিথ, ক্রিস জর্ডান, সন্দ্বীপ ভারিয়ার

     

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

    ধরে রেখেছে যাদের

    ফাফ ডু প্লেসি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, রজত পতিদার, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেশাই, উইল জ্যাকস, মহিপাল লমরর, কর্ণ শর্মা, মনোজ ভান্দাগে, মায়াঙ্ক দাগার (হায়দরাবাদ থেকে),বিজয় কুমার, আকাশ দ্বীপ, মোহাম্মদ সিরাজ, রিস টপলি, হিমাংশু শর্মা , রাজন কুমার 

    যাদের ছেড়ে দিয়েছে 

    ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, জশ হ্যাজলউড  , ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ওয়েইন পারনেল , সোনু যাদব, অবিনাশ সিং, সিদ্ধার্থ কৌল, কেদার যাদব

     

    পাঞ্জাব কিংস

    ধরে রেখেছে যাদের

    শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেইরস্টো , জিতেশ শর্মা, প্রভসিমরান সিং, ম্যাথু শর্ট , হারপ্রীত ভাটিয়া, অর্থব তাইদে, ঋষি ধাওয়ান, স্যাম কারান, সিকান্দার রাজা, লিয়াম লিভিংস্টোন, গুরনূর ব্রার, শিভম সিং, রাহুল চাহার, আর্শদীপ সিং, হারপ্রীত ব্রার, ভিদওয়াথ্য কাভেরাপ্পা, কাগিসো রাবাদা, নাথান এলিস  

    ছেড়ে দিয়েছে যাদের 

    ভানুকা রাজাপাকসে, মোহিত রথী, বলতেজ ধান্দা, রাজ অঙ্গদ বাওয়া, শাহরুখ খান