• ঢাকা প্রিমিয়ার লিগ
  • " />

     

    সাকিবের পর উজ্জ্বল মোসাদ্দেক

    সাকিবের পর উজ্জ্বল মোসাদ্দেক    

    দলে ফিরে প্রথম ম্যাচেই করেছিলেন ৪৫ রান। বল হাতে উইকেট পেয়েছিলেন শুধু একটি। আজ সাকিব আল হাসানের ঘূর্ণিজাদু দেখল প্রাইম ব্যাংক। আবাহনীর হয়ে ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন সাকিব, প্রাইম ব্যাংক ৫০ ওভার খেলে শেষ পর্যন্ত করতে পেরেছে ২৪০। কিন্তু পড়ে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি, আউট হয়ে গেছেন ৩ রান করেই। তাতে অবশ্য সমস্যা হয়নি, ৪৯ বলে ৬৪ রানের দারুণ ইনিংসে আবাহনীকে ৫ উইকেটের জন এনে দিয়েছেন মোসাদ্দেক হোসেন।

     

    কলকাতার হয়ে আইপিএল খেলার পর  সাকিবকয়েক দিন আগেই ফিরেছেন ঢাকায়। আবাহনীর হয়ে প্রথম ম্যাচে বল হাতে তেমন কিছু করতে হয়নি। তবে আজ ব্যাট হাতে দেখিয়েছেন জাদু। পঞ্চম ওভারেই বল হাতে পেয়েছিলেন, তবে ওই ওভারে কোনো উইকেট পাননি। সপ্তম ওভারেই ফিরিয়ে দিয়েছেন জাতীয় দলের সতীর্থ সাব্বির রহমানকে। ডাউন দ্য উইকেটে খেলতে এসে স্টাম্পড হয়ে ফিরে গেছেন সাব্বির। পরের ওভারে আবার আঘাত হানলেন সাকিব, এবার এলবিডব্লু করলেন উন্মুক্ত চাঁদকে। ঐ স্পেলে চার ওভারই করেছিলেন। পঞ্চম ওভারে আবার ফিরিয়ে দিলেন মেহেদী মারুফকে। পড়ে নিজের ও দলের শেষ ওভারে গিয়ে ফিরিয়ে দিয়েছেন নাজমুল ইসলামকে। সর্বশেষ ধর্মশালায় ওমানের সঙ্গে কোনো ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন।

     

    সাকিবের সঙ্গে দারুণ বল করেছেন সাকলাইন সজীবও, ৩৭ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। প্রাইমের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন নুরুল। এই রান তাড়া করতে নেমে ৫৬ রানের মধ্যেই ফিরে গেছেন আবাহনীর দুই ওপেনার। তামিম আউট হয়ে গেছেন ৪০ রান করে। পরে মাত্রই ভারত থেকে উড়ে আসা ইউসুফ পাঠান করেছেন ৪৭ বলে ৬০।  তবে ১৫৬ রানে ৫ উইকেট হারিয়ে একটু সংকটে পড়ে গিয়েছিল আবাহনী। তবে মোসাদ্দেক বড় কোনো বিপদ হতে দেননি, লিটন দাশকে নিয়ে ৮৭ রানের জুটিতে দলকে পথ দেখিয়েছেন। আগের ম্যাচে শেষ দুই বলে দুই চারে দলকে জিতিয়েছিলেন। আজ ম্যাচ শেষ করেছেন পর পর দুই ছয়ে। আজ অবশ্য ৩৩ বল হাতে রেখেই জিতে গেছে আবাহনী।