• ঢাকা প্রিমিয়ার লিগ
  • " />

     

    লড়াইয়ে ফিরলো মাশরাফির কলাবাগান

    লড়াইয়ে ফিরলো মাশরাফির কলাবাগান    

    সুপার লিগ তো সুদূর পরাহত, পরের মৌসুমের প্রিমিয়ার লিগ খেলা নিয়েই শংকা তৈরি হয়েছিল কলাবাগান ক্রীড়াচক্রের। তবে দারুণ এক জয়ে রেলিগেশনের বিপদ তো কেটেছেই, সুপার লিগের লড়াইয়েও দারুণভাবে ফিরে এসেছে মাশরাফি বিন মর্তুজার দল। আজ ফতুল্লায় তাসামুল হকের অপরাজিত সেঞ্চুরি আর হাসানুজ্জামান ঝড়ের সুবাদে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়েছে তাঁরা।

     

    ২৯১ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শূন্য রানে ওপেনার জসিমউদ্দিনকে হারিয়ে আরও একটি পরাজয়ের আভাস পেতে শুরু করেছিল কলাবাগান। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতেই দলকে দারুণভাগে খেলায় ফিরিয়ে আনেন হাসানুজ্জামান-তাসামুল জুটি। মাত্র ৫৩ বল থেকে ৪ চার, ৮ ছয়ে হাসানুজ্জামান খেলেন ৯৫ রানের এক ঝড়ো ইনিংস। দলীয় ১৪০ রানে তিনি নাঈম ইসলামের এলবিডব্লু শিকার হয়ে ফিরে যান । তবে অপরপ্রান্তে তাসামুল মাঠ ছাড়েন দলের জয় নিশ্চিত করেই। ১২৯ বল থেকে ৮ চার, ২ ছয়ে তাসামুল করেন ১২৬ রান। শেষভাগে তাঁকে সঙ্গ দেয়া আরেক তরুণ তানভীর হায়দার অপরাজিত থাকেন ক্যারিয়ারের দ্বিতীয় ‘লিস্ট এ’ অর্ধশতক নিয়ে। কলাবাগান ম্যাচ জিতে যায় ৪১ বল ও ৬ উইকেট হাতে রেখেই।

     

    অপরাজিত শতকের পথে তাসামুলের একটি স্কয়ার কাট। ছবিঃ বিসিবি।

     

    এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিম ও আইপিএলে হায়দ্রাবাদের হয়ে খেলে আসা ভারতীয় ব্যাটসম্যান বিপুল শর্মার ব্যাটে ২৯০ রানের বড় সংগ্রহ গড়ে মোহামেডান। ৭৫ রানে আউট হওয়া মুশফিক ১৮ রানের জন্য ছুঁতে পারেন নি দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ‘লিস্ট এ’ ক্রিকেটে ছয় হাজার রানের মাইলফলক। ওপ্রান্তে বিপুল শর্মা পেয়ে যান ক্যারিয়ারের প্রথম ‘লিস্ট এ’ শতক। বোলারদের ব্যর্থতায় অবশ্য দিনশেষে এসব অর্জন দলের কোনো কাজে আসে নি।

     

    এ জয়ের ফলে দশ পয়েন্ট নিয়ে আরও তিনটি দলের সাথে যৌথভাবে পয়েন্ট টেবিলের আট নম্বরে উঠে এসেছে কলাবাগান। বিপরীতে টুর্নামেন্টে নিজেদের চতুর্থ পরাজয় মোহামেডানকে নামিয়ে দিয়েছে তিন নম্বরে।

     

    দিনের অপর দুই ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ ৭ উইকেটে শেখ জামালকে ও ভিক্টোরিয়া স্পোর্টিং ১১২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।